,

নবীগঞ্জে কৃষকলীগ ও বঙ্গবন্ধু স্মৃতি সংসদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ কৃষকলীগ নবীগঞ্জ উপজেলা শাখা এবং হবিগঞ্জ জেলা বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের যৌথ উদ্যোগে ডাঃ কাজল নাথের অর্থায়নে নবীগঞ্জের জগন্নাথপুর স্বাস্থ্য কমপ্লেক্সে গত শনিবার এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। বড় ভাকৈর পশ্চিম ইউনিয়ন কৃষকলীগের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন নবীগঞ্জ উপজেলা কৃষকলীগের সভাপতি এড. শেখ শাহনুর আলম ছানু। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি ও হবিগঞ্জ জেলা বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের সভাপতি ডাঃ কাজল নাথ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র রায়, ১নং বড় ভাকৈর পশ্চিম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সমর চন্দ্র দাশ, উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক ফরহাদুজ্জামান মুহিত। সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উক্ত মেডিকেল ক্যাম্পে মেডিসিন ও শিশু রোগ বিশেজ্ঞ ডাঃ কাজল নাথ, শিশু রোগ বিশেজ্ঞ ডাঃ এস.এম সেলিম ও ডাঃ রেজাউল করিম সজল ৮৫০ জন রোগীকে ফ্রি চিকিৎসা দেন। চিকিৎসকদের ব্যবস্থাপত্র অনুযায়ী রোগীদের মধ্যে বিনা মূল্যে ওষুধ বিতরণ করা হয়। ওষুধ বিতরণ করেন, রাজু লাল দাশ, মাষ্টার প্রদীপ চন্দ্র দাশ, শুভন দেব নাথ, নিপু দাশ। ফ্রি মেডিকেল ক্যাম্প সমাপ্তির পর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি সুভাষ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শংকর দাশের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষকলীগের প্রচার সম্পাদক করুনাময় দে বাচ্চু, এস.এম.পি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্র নারায়ন উকিল, নবীগঞ্জ পৌর কৃষকলীগের সহ-সভাপতি পিন্টু দাশ, নবীগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক সৈয়দ জাহির আলী, বিশিষ্ট সমাজ সেবক স্মৃতি ভূষন চৌধূরী, ইউনিয়ন কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক কৃপাসিন্ধু দাশ, নিতেশ দাশ, বিষ্ণু দাশ, ননী গোপাল দাশ, দীপেশ দাশ, নারায়ন গুপ্ত, বীর মুক্তিযোদ্ধা অরুন বিজয় দাশ, ৫নং ওয়ার্ড সভাপতি হেমন্ত দাশ, সাধারণ সম্পাদক দিপু দাশ, ৬নং ওয়ার্ড সভাপতি ধরনী বিশ্বাস, সাধারণ সম্পাদক রমেন্দ্র সরকার, ৭নং ওয়ার্ড সভাপতি নিবারণ দাশ প্রমুখ। সভায় বক্তারা বলেন, স্বাধীনতার পর এই প্রথম কোন রাজনৈতিক সংগঠনের নেতাদের উদ্যোগে বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নে বড় ধরনের মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হল। এজন্য তারা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।


     এই বিভাগের আরো খবর