,

হবিগঞ্জে অনলাইনে ভ্যাট রেজিস্ট্রেশন মেলা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ অনলাইন ভ্যাট নিবন্ধন নিয়ে করদাতাদের মধ্যে জনসচেতনতা বৃদ্ধি ও ভ্যাট নিবন্ধন সংখ্যা বাড়াতে হবিগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ভ্যাট রেজিস্ট্রেশন মেলা। গতকাল রবিবার বেলা ১২টায় হবিগঞ্জ মোহনপুর বাইপাস সড়কে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারের অফিসের সম্মেলন কক্ষে এ মেলা অনুষ্ঠিত হয়। এর আগে মেলা উদ্বোধন করেন সহকারি কমিশনার মোঃ পায়েল পাশা। বক্তব্য রাখেন সহকারি আয়কর কমিশনার শাহ মোঃ ফজলে এলাহি, সুপারেনটেন্ড হুমায়ুন কবীর খান, কর্মকর্তা বাসুদেব পাল ও জিয়া উদ্দিন প্রমুখ। আগামী ১ জুলাই থেকে নতুন ভ্যাট আইন কার্যকর হবে এবং পুরাতন ১১ ডিজিটের ভ্যাট নিবন্ধন বাতিল হয়ে যাবে। এ কারণে সময় থাকতে মেলায় এসে উৎসবমুখর পরিবেশে দ্রুত এবং সহজ উপায়ে অনলাইনে ভ্যাট নিবন্ধনের সুযোগ গ্রহণ করা যাবে। মেলায় নিবন্ধন পেতে রেজিস্ট্রেশনের জন্য ই-টিআইএন নম্বর বা সনদ, জাতীয় পরিচয়পত্র, ব্যাংক হিসাব নম্বর, লিমিটেড কোম্পানির ক্ষেত্রে ই-কর্পোরেশন নম্বর ও পরিচালক বা অংশীদার বা স্বত্বাধিকারীর পদবি, শেয়ারের কাগজপত্র নিতে হবে ব্যবসায়ীদের। এ ছাড়া নিবন্ধনের সময় বার্ষিক টার্নওভারের পরিমাণ, নিজস্ব ই-মেইল ও মোবাইল নম্বর সরবরাহের ঠিকানা, কেন্দ্রীয় নিবন্ধন বা শাখা নিবন্ধন বিষয়ক সিদ্ধান্ত, উৎস কর্তনকারী কিনা, সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্য উৎপাদন করে কিনা, ব্যবসায় ও অর্থনৈতিক কার্যক্রমের প্রকৃত তথ্য দিতে হবে। গ্রাহকরা ঘরে বসে অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবেন। যারা অনলাইনে পারবেন না তারা অফিসে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন।


     এই বিভাগের আরো খবর