,

নবীগঞ্জে নারী নেতৃত্ব বিকাশে জনপ্রতিনিধিদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার ॥ “আত্মশক্তিতে বলীয়ান ব্যক্তি কখনও দরিদ্র থাকতে পারে না” এই শ্লোগানকে সামনে রেখে নবীগঞ্জে “নারী নেতৃত্ব বিকাশে জনপ্রতিনিধিদের ভূমিকা” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নবীগঞ্জ নারী উন্নয়ন ফোরামের আয়োজনে গতকাল রোববার সকালে উপজেলা পরিষদের হল রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা পরিষদ সদস্য আব্দুল মালিক, হবিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আবু সালেহ নুরুজ্জামান চৌধুরী শওকত, দি হাঙ্গর প্রজেক্টের জেলা সমন্বয়কারী এ এস এম আখতারুল ইসলাম আক্তার, হিসাব রক্ষক রনজিত মৃধা, পৌরসভার সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর ফারজানা আক্তার পারুল, রোকেয়া বেগম, সৈয়দা নাসিমা আক্তার, শাহ গুল আহমেদ কাজল, মায়রুন বেগম, শিবু রানী দেব, মোনাঈম চৌধুরী উজ্জল, জনি বেগম ও সাংবাদিক মতিউর রহমান মুন্নাসহ উপজেলার ১৩টি ইউনিয়নের সংরক্ষিত আসনের নারী সদস্যা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে নবীগঞ্জ নারী উন্নয়ন ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরীকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।


     এই বিভাগের আরো খবর