,

নবীগঞ্জের তৃণমূলের উন্নয়নে ৩১ লাখ টাকার বরাদ্দ দিলেন এমপি কেয়া চৌধুরী

স্টাফ রিপোর্টার ॥ জননেত্রী শেখ হাসিনা সরকারের কাছ থেকে এমপি কেয়া চৌধুরী কর্তৃক নিয়ে আসা (টিআর) এর ২৮ লাখ ৯৯ হাজার ৪৮২ টাকার মধ্যে জেলার নবীগঞ্জে তৃণমূলের উন্নয়ন কাজে ১৫ লাখ ৪৬ হাজার ২০০ টাকা ও কাবিটার ২৮ লাখ ৯৯ হাজার ৪৮২ টাকার মধ্যে ১৫ লাখ ৬২ হাজার ৪৮২ টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। টিআর ও কাবিটায় মিলিয়ে মোট ৩১ লাখ ৬ হাজার ৯৬৪ টাকার বরাদ্দ রয়েছে। গতকাল সোমবার নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার, থানার ওসি এসএম আতাউর রহমানসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড নেতৃবৃন্দের উপস্থিতিতে নবীগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে এমপি কেয়া চৌধুরী টিআর ও কাবিটার বরাদ্দপ্রাপ্ত প্রকল্পগুলো অনুমোদন দেন। একই দিন বিকেলে এমপি কেয়া চৌধুরী উপজেলার করগাঁও ইউনিয়নের মাধবপুর গ্রামে ৩০ লাখ ৬০ হাজার ৫০০ টাকা ব্যয়ে নির্মিত লাইনে ১৭১টি পরিবারের বিদ্যুৎ উদ্বোধন করেন। উদ্বোধনী সভায় প্রধান অতিথি’র বক্তব্যে এমপি কেয়া চৌধুরী বলেন- বিগত দিন থেকে এ পর্যন্ত ষড়যন্ত্র মোকাবেলা করে, জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে এগিয়ে নিতে কাজ চালিয়ে যাচ্ছেন। এতে করে দেশ আজ বিশ্বে মাথা উচু করে দাঁড়িয়েছে। আসুন, সরকারে উন্নয়নকে সবাই মিলে জনগণের সামনে তুলে ধরি। তিনি বলেন, নেত্রীর কাছ থেকে একের পর এক বরাদ্দ নিয়ে আসছি। আজ আপনাদের সামনে টিআর ও কাবিটা বরাদ্দের প্রকল্পগুলোর অনুমোদন দিলাম। এভাবে তৃণমূলের মতামত নিয়ে গুরুত্বপূর্ণ স্থানে বরাদ্দ প্রদান করছি। এসব বরাদ্দে উন্নয়ন কাজ হচ্ছে। তিনি বলেন, নবীগঞ্জের বঞ্চিতদের ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌঁছে দিতে পেরে ভাল লাগছে। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা’র জন্য দোয়া চাই। চাই নৌকায় ভোট। আমি বিশ্বাস করি আগামী নির্বাচনে আপনাদের ভোটে নৌকা জয়ী হয়ে উন্নয়নে ধারা অব্যাহত রাখবে। আমি আপনাদের দোয়া ও ভালবাসা পেয়ে নবীগঞ্জ-বাহুবলের স্থানে স্থানে উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করছি। কেউ বাধা দিয়ে কিছু করতে পারছেন না। আর পারবেও না। পরিশেষে তিনি বলেন, আপনাদের এলাকার শশ্মানঘাটের উন্নয়নে বরাদ্দ দেয়ার চেষ্টা কবর। এ সভায় বক্তব্য রাখেন, পল্লী বিদ্যুতের ডিজিএম আব্দুল বারী করগাঁও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি বজলুর রহমান, ৩নং ওয়ার্ড আওয়ামলীগের সভাপতি ভৈরব দাশ, সাধারণ সম্পাদক ইরেশ দাশ, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরু মিয়া, সাধারণ সম্পাদক অলিউর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রবীন্দ্র কুমার দাশ, বীর মুক্তিযোদ্ধা লক্ষ্মী কান্তি দাশ, শক্ত কান্ত দাশ, নাদামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার দাশ, মেম্বার অলিউর রহমান, খন্দকার আছমা সরকার প্রমুখ। এ সভায় আওয়ামী পরিবারের তৃণমূলের নেতাকর্মীসহ মুরুব্বিয়ান ও শত শত গ্রামবাসী অংশগ্রহণ করেন।


     এই বিভাগের আরো খবর