,

হবিগঞ্জে কৃষি প্রযুক্তি মেলা শুরু : আধুনিক কৃষি প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করে কৃষক সমাজকে এগিয়ে নিতে হবে-এমপি আবু জাহির

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, কৃষি হলো বাঙালির প্রাণ। শিল্পাঞ্চলে হবিগঞ্জের উন্নয়ন হলেও কৃষিকে আমরা ফেলে দিতে পারব না। আধুনিক কৃষি প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করে আমাদের কৃষক সমাজকে এগিয়ে নিতে হবে। আওয়ামী লীগ সরকার কৃষির উন্নয়নে কাজ করে যাচ্ছে। কৃষকদের জীবনমান উন্নয়নে সরকার একটি বাড়ি একটি খামারসহ বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে। সহজলভ্য কৃষি ঋণ ও যন্ত্রপাতি বিতরণসহ বর্তমান সরকার কৃষকদের বিভিন্ন রকমের সুযোগ সুবিধা প্রদান করছে। এছাড়াও দুর্গত ও ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ দেয়া হচ্ছে। গতকাল বুধবার সকালে হবিগঞ্জের জেলা কালেক্টরেট প্রাঙ্গণে (নিমতলা) সিলেট অঞ্চলে শস্যের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, সরকার কৃষিকাজে উৎসাহিত করতে কৃষকদের বিভিন্ন বিষয়ে সচেতন করছে। এরই অংশ হিসেবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় কৃষি প্রযুক্তি মেলার আয়োজন করা হয়েছে। এ মেলায় আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার সম্পর্কে কৃষকেদের অবগত করা হবে। জেলা কৃষি সম্প্রসারণ অধিপ্তরের আয়োজনে ও জেলা প্রশাসক সাবিনা আলমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. ফজলুর রহমান, জেলা কৃষি প্রশিক্ষণ অফিসার বশির আহমেদ সরকার। এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীমসহ সকল উপজেলার কৃষি কর্মকর্তাবৃন্দ।


     এই বিভাগের আরো খবর