,

বাহুবলে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে সিনিয়র এএসপি রাসেলুর রহমান- পুলিশ-মিডিয়া সম্পর্কোন্নয়ন আইন-শৃংখলার জন্য অত্যন্ত জরুরী

নিজস্ব প্রতিনিধি ॥ বাহুবল-নবীগঞ্জ সার্কেলের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র এএসপি রাসেলুর রহমান বলেছেন, পুলিশ-মিডিয়া সম্পর্কোন্নয়ন আইন-শৃংখলার জন্য অত্যন্ত জরুরী। কারণ পুলিশ ও মিডিয়ার লোকজনের কর্ম এক সুতোয় গাঁথা। তিনি বলেন, এ ক’দিনে আমি বাহুবল-নবীগঞ্জের মানুষকে ভালবেসে ফেলেছি। এতটাই ভালবেসেছি যে, যাবারকালে আমাকে কষ্ট পেতে হবে। আমি এখানকার মানুষের মাঝে ভাল কাজের মাধ্যমে অনেকদিন বেঁচে থাকতে চাই। তিনি গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বাহুবল মডেল প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় উপরোক্ত কথা বলেন। সাংবাদিকদের দাবির জবাবে এএসপি রাসেলুর রহমান বলেন, আপনারা মিডিয়ার লোকজনের তথ্য আদান প্রদানের সুবিধার জন্য একজন নির্দিষ্ট অফিসারকে ‘মিডিয়া অফিসার’ নির্ধারণ করে আপনাদের মাঝে পরিচয় করিয়ে দেব। তার মাধ্যমে আপনারা তথ্য আদান-প্রমাণ করবেন। তাতে তথ্য আদান-প্রদানের সহজলভ্যতা নিশ্চিত হবে। তিনি আরো বলেন, বাহুবল ও মিরপুর বাজারের ট্রাফিকজাম নিরসনে সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবো। বাহুবল মডেল প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর এর সভাপতিত্বে ও সিনিয়র সাংবাদিক নূরুল ইসলাম মনি’র সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মাওলানা নূরুল আমিন ও পংকজ কান্তি গোপ, সাধারণ সম্পাদক এম. শামছুদ্দিন, যুগ্ম সম্পাদক এফ.আর হারিছ, অর্থ সম্পাদক এমএ মজিদ তালুকদার, সাহিত্য সম্পাদক সেলিম আখঞ্জী, ক্রীড়া সম্পাদক ফয়সল আহমেদ চৌধুরী তাইনুছ, আব্দুল মজিদ শেখ, এমএ জব্বার ফুল মিয়া, মোশাহিদ উদ্দিন চৌধুরী, আব্দুল হান্নান রেনু, মঈনুল ইসলাম, ইসমাঈল মাহমুদ ফিরোজ, হুমায়ূন কবির, সোহেল আহমেদ, মনিরুল ইসলাম শামীম ও সামিউল ইসলাম।


     এই বিভাগের আরো খবর