,

নবীগঞ্জ উপজেলা নারী উন্নয়ন ফোরাম কর্তৃক মেধাবী শিক্ষার্থী ও গর্বিত মা’দের সম্মাননা

স্টাফ রিপোর্টার ॥ গতকাল নবীগঞ্জ উপজেলা নারী উন্নয়ন ফোরাম কর্তৃক দারুল হিকমাহ জামেয়া ইসলামিয়া আলিম মাদরাসার ৩৯ জন মেধাবী শিক্ষার্থী ও তাদের গর্বিত মা’দের সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। মাদরাসা ম্যানেজিং কমিটির সভাপতি, নবীগঞ্জ পৌরসভার কাউন্সিলর মো: আলাউদ্দিনের সভাপতিত্বে উক্ত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি নাজমা বেগম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন মাদরাসার অধ্যক্ষ মোঃ লুৎফুর রহমান, মাদরাসার প্রতিষ্ঠাতা সদস্য মো: আজিজুর রহমান, নারী উন্নয়ন ফোরামের উপজেলা সেক্রেটারী নাজিরা বেগম, সহকারী সেক্রেটারী মরিয়ম বেগম, মাদরাসার শিক্ষক হাফেজ মাও: লুৎফুর রহমান প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষারমান উন্নয়নের নিমিত্তে উপজেলা নারী উন্নয়ন ফোরাম নবীগঞ্জের বিভিন্ন প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা পুরস্কার প্রদান করে আসছে। তারই ধারাবাহিকতায় আজকে দারুল হিকমাহর মেধাবী শিক্ষার্থী ও তাদের মা’দের পুরস্কার প্রদান করা হচ্ছে। পুরস্কার প্রাপ্তরা নিজেদের মেধাকে সমৃদ্ধ করতে এবং যারা পুরস্কার পায়নি তাদের মনে পুরস্কৃত হওয়ার জন্য প্রেরণা যোগাতে আজকের এই অনুষ্ঠান গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। তিনি ছাত্রীদের উদ্দেশ্য করে বলেন, মেয়েদেরকে প্রাকৃতিক নিয়মেই একসময় মা-বাবার ঘর ছেড়ে নতুন জায়গায়, নতুন পরিবেশে যেতে হয়। মেয়েরা যদি পড়ালেখা করে নিজেদেরকে প্রতিষ্টিত করতে পারে তাহলে সে নতুন পরিবেশে গিয়ে মর্যাদাবান হতে পারে। তাই ছাত্রীদেরকে পড়ালেখার সর্বোচ্চ স্থরে পৌঁছাতে হবে। তিনি ছাত্রীদের অভিভাবকদের প্রতি তাদের পড়ালেখা করার সুযোগ দানের জন্য আহবান জানান।


     এই বিভাগের আরো খবর