,

বাউসা ইউনিয়নে আড়াই কোটি টাকার বাজেট ঘোষণা

স্টাফ রিপোর্টার ॥ গতকাল বৃহস্পতিবার নবীগঞ্জ উপজেলার ৯নং বাউসা ইউনিয়নের সকল শ্রেণি পেশার মানুষের উপস্থিতিতে ২০১৭-২০১৮ অর্থ বছরের “উন্মুক্ত বাজেট” ঘোষনা করা হয়েছে। ইউনিয়ন পরিষদ প্রাঙ্গঁনে ইউপি চেয়ারম্যান মোঃ আবু সিদ্দিকের সভাপতিত্বে ও ইউপি সচিব প্রীতেশ রঞ্জন চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট আলহাজ্ব আলমগীর চৌধুরী। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ”ভিশন-২০২১” বাস্তবায়ন করতে হলে সকলকে ঐক্যবদ্ধভাবে পরিকল্পনা মাফিক কাজ করতে হবে। তারই ধারাবাহিকতায় ৯নং বাউসা ইউপির আজকের উন্মুক্ত বাজেট ঘোষনা। আমি আশা করি আমরা সকলে মিলে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সক্ষম হবো। বাজেট অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম বলেন নারী ও যুবদের কর্মসংস্থান ও সুযোগ সুবিধা বাড়াতে হবে। তাহলে আজকের বাজেট স্বার্থকতা লাভ করবে। বিশেষ অতিথি নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জীতেন্দ্র কুমার দেবনাথ বলেন বাংলাদেশের আজকের শিশু একদিন লক্ষ লক্ষ টাকা রোজগার করতে পারবে। তাই আজকের শিশুকে লেখা পড়ায় উদ্বুদ্ধ করতে হবে। ইউপি চেয়ারম্যান বাজেট ঘোষনাকালে বিভিন্ন গুরুত্বপূর্নদিক তুলে ধরে বলেন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কৃষি খাতে অগ্রাধিকার দেয়া হয়েছে। এছাড়া যুব নারী-পুরুষদের কর্মসংস্থান সৃষ্টি হবে। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় নারী, শিশু, বয়স্ক, বিধবা, মাতৃত্ব, প্রতিবন্ধি, মুক্তিযুদ্ধা ও হরিজন ভাতাকে গুরুত্ব দেয়া হয়েছে। উপজেলা পরিষদ ও প্রশাসনের সহযোগীতায় সম্মানিত ইউপি সদস্যদের নিয়ে বরাদ্ধ প্রাপ্তি সাপেক্ষে বাজেটের পরিকল্পনা অনুযায়ী জনগণের কল্যানে বাউসা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে প্রতিষ্ঠত করা হবে। সভায় আরও উপস্থিত ছিলেন বাউসা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও ইউপি সদস্য দীপ্তেন্দু দাশ গুপ্ত বিধু, সাধারণ সম্পাদক মোঃ হারুন মিয়া, উপজেলা পরিষদের মহিলা সদস্য মোছাঃ মরিয়ম বেগম, বাউসা ইউপি সদস্য মোঃ নুরুল হক, মোঃ আবুল কাশেম, আল-হেলাল আহমদ, মোঃ লোকমান উদ্দিন, মোঃ ফিরুজ মিয়া, মোঃ আব্দুল করিম রাজা মিয়া, বেগম রোকেয়া, এছাড়া উপস্থিত ছিলেন ছল্লুক মিয়া চৌধুরী, মোঃ আব্দুল গফুর, অভিজিৎ পাল সংগ্রাম, জিতেন্দ্র কুমার দেবনাথ, সাইফুর রহমান সোহাগ, মনসুর আহমেদ চৌধুরী সহ ইউনিয়নের সম্মানিত সুধীবৃন্দ। বাজেট ঘোষনার পর পরই উপজেলা প্রশাসনের আয়োজনে জনসচেতনতা মূলক অনুষ্ঠান “বাল্য বিবাহকে না বলুন” মর্মে “মুক্তি চাই” নাটক মঞ্চস্থ হয়।


     এই বিভাগের আরো খবর