,

হবিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কবির জন্মদিবস পালিত

স্টাফ রিপোর্টার ॥ বাংলা সাহিত্যের অন্যতম দিকপাল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। দ্রোহ, প্রেম, সাম্য ও বিদ্রোহের কবির ১১৮তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে জাতীয় কর্মসূচির অংশ হিসাবে হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে ‘নজরুল জন্মজয়ন্তী অনুষ্ঠান’ আয়োজন করা হয়। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে হবিগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ সফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সাবিনা আলম। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কুদ্দুছ আলী সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নুরুল ইসলাম, জেলা শিল্পকলা একাডেমির প্রাক্তন সাধারণ সম্পাদক শামীম আহমেদ। অনুষ্ঠানে প্রারম্ভে স্বাগত বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত। প্রমথ সরকারের সঞ্চালনায় জাতীয় কবি নজরুল ইসলামের গান, কবিতা ও নৃত্যের সমন্বয়ে আয়োজিত অনুষ্ঠানে মোহাবিষ্ট ছিলেন আগত নজরুলপ্রেমী দর্শক। দীর্ঘদিন পর শিল্পকলা একাডেমির বর্ণাঢ্য এ ধরণের আয়োজনের ভূয়সী প্রশংসা করেন আগত দর্শকরা।


     এই বিভাগের আরো খবর