,

উন্নয়ন বাধাগ্রস্থ করলে কাউকে ছাড় দেয়া হবে না- -এমপি আবু জাহির

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, বর্তমান সরকারের আমলে দেশের প্রতিটি এলাকায় উন্নয়ন কার্যক্রম চলছে। দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে তৃণমূল পর্যায়ের উন্নয়ন করছে সরকার। গতকাল শুক্রবার লাখাই উপজেলার নোয়াগাও ও তেঘরিয়া গ্রামের অবশিষ্ট অংশে বিদ্যুতায়নের উদ্বোধন শেষে আয়োজিত পৃথক দুইটি সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ চালানো হচ্ছে। আওয়ামী লীগের সরকার উন্নয়নের কাজ করেছে বলেই আজ দেশ নিম্ন মধ্যম আয়ের দেশে পরিনত হয়েছে। চলমান উন্নয়ন কাজগুলো শেষ হলে হবিগঞ্জ-লাখাইয়ের চেহারাই অনেকটা পাল্টে যাবে। তিনি আরো বলেন, বর্তমান সরকারের সুপরিকল্পনায় দেশ এখন বিদ্যুৎ সমস্যা থেকে মুক্ত হয়েছে। শুধু তাই নয় বাংলাদশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। স্থানীয় মুরুব্বী মোঃ আব্দুল মালেক ও ফারুক মিয়া সভাপতিত্বে পৃথক সুধী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন লাখাই উপজেলা চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, হবিগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজার সোলায়মান মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুর্শেদ কামাল চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান মোল্লা, উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক আব্দুল মতিন মাস্টার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ রেজাউদ্দিন দুলদুল ও ইউপি চেয়ারম্যান এনামূল হক মামুন, জেলা পরিষদ সদস্য মুর্শেদ কামাল, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি এডভোকেট খোকন গোপ, মোড়াকরি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোজাহিদ মিয়া, বিশিষ্ট মুরুব্বী সরদার ফারুক, আমিনুল ইসলাম আলম, ইকবাল মেম্বার, অঞ্জন দাস, নিখিল চক্রবর্তী ঢাকাস্থ লাখাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক মিয়া, হাফিজুল ইসলাম, সাঈদ খোকন মেম্বার, হারুন মিয়া, মিলন মিয়া, ফজল আহমেদ, ফয়সল মিয়া প্রমুখ।


     এই বিভাগের আরো খবর