,

বাহুবলের খাগাউড়া গ্রামে এমপি কেয়া চৌধুরীর চেষ্টায় উন্নয়নসমুহ

স্টাফ রিপোর্টার ॥ হাওর অধ্যুষিত বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়নের খাগাউড়া গ্রাম। কেয়া চৌধুরী এমপি হবার পর থেকে এ গ্রামে ব্যাপক উন্নয়ন করেছেন। গ্রামবাসীর কাছে জননেত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে আওয়ামীলীগ সরকারের উপহার হিসেবে এসব উন্নয়নমূলক কাজসমূহ তুলে ধরা হলো। এরমধ্যে খাগাউড়া দয়া মিয়ার বাড়ী হতে মোতালিব মিয়ার বাড়ী পর্যন্ত বিশেষ বরাদ্দে ১০ মেট্রিক টন (কাবিটা) মাধ্যমে ইট সলিং ও মাটির কাজ, আলগাহাটি-নোয়াহাটির দেড় কিলোমিটার সড়ক পাকাকরণ বাবদ ১ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ, খাগাউড়া কালাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের জন্য ১ কোটি টাকা বরাদ্দ, খাগাউড়া গ্রামে শহীদ মিনার নির্মাণ বাবদ (টিআর) বরাদ্দ থেকে ১ লাখ টাকা, খাগাউড়া গ্রামের নুনুর টঙ্গী হতে তেরা গুপাট পর্যন্ত ১ লাখ ৫০ হাজার ব্যায়ে মাটি কাজ, খাগাউড়া গ্রামবাসীর চলাফেরা সুবিধায় বুড়িনাও হতে রইছগঞ্জ বাজার পর্যন্ত ৩ কিলোমিটার সড়ক সংস্কারে ৬৫ লাখ টাকার কাজ, আলীপুর ও খাগাউড়ার মধ্যেবর্তী মরা বিজনা নদীর উপর ২৬ লাখ টাকা ব্যয়ে ৩২ ফুট দৈর্ঘ্য একটি ব্রীজ নির্মাণ, খাগাউড়ায় সমুদ্র ফেনা খালের উপর ২৩ লাখ ৬৫ হাজার টাকা ব্যয়ে ১৪ ফুট দৈর্ঘ্য সেতু নির্মাণ, খাগাউড়া হাফিজিয়া সুন্নিয়া মাদ্রাসায় ৫০ হাজার টাকা, খাগাউড়া কালাপুর আব্দুল ওয়াহিদ উচ্চ বিদ্যালয়ে ৫০ হাজার, খাগাউড়া কালাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২০ হাজার, খাগাউড়া ফুলকানিয়া মক্তবে ২০ হাজার, খাগাউড়া নয়াহাটি মক্তবে ২০ হাজার, খাগাউড়া সাহজিহাটি শাহজালাল মক্তবে ২০ হাজার টাকার অনুমোদন করিয়েছি, খাগাউড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২০ হাজার টাকার বরাদ্দ, খাগাউড়া রইছগঞ্জ (নবীগঞ্জ) বায়তুল সালাম হাফিজিয়া মাদ্রাসায় ৫০ হাজার টাকা ও খাগাউড়া রইছগঞ্জ (নবীগঞ্জ) শাহ জালাল (রাঃ) আলিম মাদ্রাসায় ৫০ হাজার টাকার অনুমোদন করিা হয়েছে, খাগাউড়া রইছগঞ্জ (নবীগঞ্জ) শাহ জালাল (রাঃ) আলিম মাদ্রাসায় আসবাবপত্র তৈরি বাবদ ৫০ হাজার টাকার কাজ করা হয়েছে। এছাড়াও গ্রামের বিদ্যুৎ বিহীন বিভিন্ন হাটিসহ খাগাউড়া কালাপুর আব্দুল ওয়াহিদ উচ্চ বিদ্যালয়ে বিদ্যুৎ সংযোগের লক্ষ্যে বিদ্যুৎ বরাদ্দ দেয়া হয়েছে।


     এই বিভাগের আরো খবর