,

স্বামীর কবল থেকে মা ছেলেকে উদ্ধার করেছে চুনারুঘাট থানা পুলিশ

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার পৌরসভার নয়ানী গ্রামের রুহেল মিয়ার স্ত্রী ও তার সন্তান নুছরাত (২) গতকাল হবিগঞ্জ আদালতে হাজির হয়ে নিলুফা আক্তার এর পিতা এক্রাম হোসেন বাদী হয়ে গত সোমবার রুহুলকে আসামী করে একটি ১০০ ধারায় মামলা দায়ের করে। উক্ত মামলাটি আদালত আমলে নিয়ে চুনারুঘাট থানার ওসি এ.কে. আজমিরুজ্জামানকে নির্দেশ প্রদান করলে চুনারুঘাট থানার এ.এস.আই মোস্তফা ঘটনাস্থলে গিয়ে পৌরসভার নয়ানী গ্রামের রুহুল মিয়া (৩০) এর স্ত্রী ও তার সন্তান নুছরাতকে উদ্ধার করে মঙ্গলবার দুপুরের দিকে চুনারুঘাট থানায় নিয়ে আসে। জানা যায়, বানিয়াচং থানার মহরের পাড়া গ্রামের এক্রাম হোসেনের কন্যা নিলুফা খাতুন (২২)কে ৩বছর পূর্বে চুনারুঘাট উপজেলার নয়ানী গ্রামের রুহেল মিয়ার সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য নিলুফা আক্তারকে নির্যাতন ও মারধর করে আসছিল। পরে নিলুফা আক্তারের পিতার জিম্মায় নিলুফাকে দেয়া হয়।


     এই বিভাগের আরো খবর