,

মহাসড়কে বালুর স্তুপ ॥ অহরহ ঘটছে সড়ক দূর্ঘটনা : বাহুবলে বালু পাচারের মহোৎসব ॥ প্রশাসন নির্বিকার

জসিম উদ্দিন ॥ বাহুবলে বিভিন্ন ছড়া ও নদী থেকে বালু পাচারের মহোৎসব চলছে। জেলার রাজনৈতিক নেতার নাম ভাঙ্গিয়ে একটি সংঘবদ্ধ সিন্ডিকেট অবৈধভাবে বালু উত্তোলন করে উপজেলা সদরের প্রধান সড়কসহ ঢাকা-সিলেট মহাসড়কের পাশে স্তুপ করে রেখেছে। এতে প্রায়ই ঘটছে দূর্ঘটনা। মাঝে মধ্যে প্রশাসন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জেল জরিমানা করলেও তাদের দমন করা যাচ্ছেনা। সুত্রে জানা গেছে সরকারী দলের এক নেতার নাম ভাঙ্গিয়ে মিরপুর ও বাহুবলের কতিপয় বালুখেকোরা রাতারাতি কোটিপতি হওয়ার স্বপ্ন নিয়ে বালু পাচারের সিন্ডিকেট নিয়ন্ত্রন করছে। যার কারনে তাদের কাছে উপজেলা প্রশাসন অসহায় হয়ে পড়েছে। অবৈধভাবে বালু উত্তোলনের ফলে সরকার লাখ লাখ টাকা রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। সরজমিনে দেখা যায়, তেলিয়াছড়া, ধলিয়াছড়া, রুপাইছড়া, রাবার বাগান এলাকাসহ কয়েকটি নদী, ছড়া ও কৃষিজমি বিলিন করে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে মহাসড়কের পাশে স্তুপ করে রাখা হয়েছে। ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের ফলে সরকারি ভূমি ছাড়াও ব্যক্তিমালিকানাধীন জমি ছাড়ার গর্ভে বিলীন হচ্ছে। এ নিয়ে প্রায়ই ঘটছে সামাজিক হানাহানি, মারামারি। সম্প্রতি বাহুবল উপজেলা সদরে বালু সিন্ডিকেটের ভাগবাটোয়ারা নিয়ে কয়েকটি উপদল সৃষ্টি হয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ের কতিপয় যুব নেতা প্রতিটি উপদলের নেতৃত্বে থাকায় স্থানীয় প্রশাসন অবৈধ বালু পাচারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিব্রতবোধ করছে। এদিকে মহাসড়কের পাশে স্তুপকৃত বালু ট্রাক ও ট্রাক্টর যোগে লোড আনলোডকালে ঘটছে কয়েকটি সড়ক দূর্ঘটনা। স্থানীয় সুত্র জানা যায়, গত বছরে বালু পাচারের ও বর্তমান চলতি বছরের শুরু থেকে এই পর্যন্ত প্রায় ৮/১০ জনের প্রাণহানি ঘটেছে এবং অনেকেই আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন। এমতাবস্থায় স্থানীয় লোকজন বিভিন্ন সময় প্রতিবাদী হয়ে উঠলেও বালু পাচার কারীদের পক্ষে প্রভাবশালীদের আশীর্বাদ থাকায় কোনো ব্যবস্থাই কার্যকর হচ্ছে না। সম্প্রতি বালু পাচার নিয়ে বাহুবলে উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় এনিয়ে এলাকায় সংঘর্ষের আশংকা করছেন এলাকার সচেতন মহল। তাই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে প্রশাসনের সৃ-দৃষ্টি কামনা করছেন এলাকার লোকজন।


     এই বিভাগের আরো খবর