,

এমপি কেয়া চৌধুরীর প্রচেষ্টায় নবীগঞ্জ ও বাহুবলে ৭টি প্রাথমিক স্কুলে নতুন ভবন নির্মাণ হচ্ছে

স্টাফ রিপোর্টার ॥ এমপি কেয়া চৌধুরীর আবেদনের প্রেক্ষিতে ‘প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচী’ এর আওতায় ‘এডুকেশন ইন ইমার্জেন্সি’ খাতে অগ্রাধিকার ভিত্তিতে, নবীগঞ্জ ও বাহুবল উপজেলায় ৭টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণে বরাদ্দ হয়েছে। অচিরেই এসব ভবনের নির্মাণ শুরু হচ্ছে। এসব স্কুলগুলো হলো- বাহুবল উপজেলার স্নানঘাট সরকারী প্রাথমিক বিদ্যালয়, স্নানঘাট ২নং খাগাউড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, স্নানঘাট নিদনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, রউয়াইল সরকারী প্রাথমিক বিদ্যালয়, মানিকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ নাদামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও নবীগঞ্জ সদর গুজাখাইড় সরকারী প্রাথমিক বিদ্যালয়। এছাড়া এমপি কেয়া চৌধুরীর প্রচেষ্টায় বাহুবলের নোয়াঐ সরকারী প্রাথমিক বিদ্যালয় ও বশিনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ কাজও চূড়ান্ত পর্যায়ে রয়েছে। হাওরাঞ্চলের দুর্গম স্থানে এসব স্কুলে ভবন নির্মাণে বরাদ্দ দেয়ায় জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এমপি কেয়া চৌধুরী। এ প্রসঙ্গে এমপি কেয়া চৌধুরী বলেন, এমপি হবার পর থেকে নবীগঞ্জ-বাহুবলের বিভিন্ন দুর্গম এলাকা পরিদর্শন করে আসছি। জননেত্রীর কাছ থেকে একে একে বরাদ্দ এনে স্থানে স্থানে দিয়েছি। বরাদ্দক্রমে ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নয়ন চলমান রয়েছে। তিনি বলেন, আমার কাজই উন্নয়ন করা। তাই বসে থাকতে পারছি না। এবার জননেত্রী সরকারের কাছ থেকে ৭টি প্রাথমিক স্কুলে নতুন ভবন নিয়ে আসতে পেরে ভাল লাগছে। তিনি বলেন, যেখানেই প্রয়োজন উন্নয়নের। সেখানেই, নেত্রীর উপহার হিসেবে উন্নয়ন পৌঁছে দিচ্ছি। তিনি বলেন, নবীগঞ্জ ও বাহুবলের বিভিন্ন স্কুলে শহীদ মিনার নির্মাণে বরাদ্দ প্রদান করছি। একের পর এক শহীদ মিনার নির্মাণ হচ্ছে। নতুন ভবন এনে দেয়ায় জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এমপি কেয়া চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকার লোকজন।


     এই বিভাগের আরো খবর