,

অবিরাম বৃষ্টিতে জলমগ্ন হবিগঞ্জ শহর ॥ জনদুর্ভোগ

জুয়েল চৌধুরী ॥ গত কয়েকদিনের অবিরাম বৃষ্টিতে হবিগঞ্জ শহরের অধিকাংশ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। ফলে পানিবন্দি হয়ে পড়েছেন শহরের মানুষ। এলাকাবাসির অভিযোগ, সামান্য বৃষ্টি হলেই হবিগঞ্জ শহর পানিতে তলিয়ে যায়। গত তিন/চার বছর ধরেই এমন অবস্থা চলে আসছে। হবিগঞ্জ শহরের প্রধান সড়ক সার্কিট হাউজ, জালাল স্টেডিয়াম, শ্যামলী, সিনেমা হল, পুরান মুন্সেফী, চিরাকান্দি, নোয়াবাদসহ গুরুত্বপূর্ণ এলাকা সামান্য বৃষ্টিতেই তলিয়ে গেছে। কিন্তু এসব এলাকার কাউন্সিলররা ইতোপূর্বে তা সমাধানের কোন উদ্যোগ নেননি। স্থানীয়দের অভিযোগ, পানি নিষ্কাশনের বড় ড্রেনগুলো ময়লা আবর্জনা দিয়ে ঢেকে ফেলায় পানি দ্রুত নিষ্কাশন হচ্ছে না। অনেকে আবার ড্রেনের উপর দেয়াল তৈরি করে প্রতিবন্ধকতা তৈরি করেছেন। ফলে অল্প বৃষ্টিতে শহরের নিম্নাঞ্চল তলিয়ে যায়। সরেজমিনে ঘুরে দেখা যায়, শায়েস্তানগর হকার্স মার্কেট, পানি উন্নয়ন বোর্ড ও এর পাশের এলাকা, সাবেক এমপি মরহুম আবু লেইছ মুবিন চৌধুরী, ট্রাফিক সর্দার বাড়ি, শায়েস্তানগর কবরস্থান, মেয়র জিকে গউছের বাসা, পুলিশ সুপার ও জেলা প্রশাসকের বাসভবন, ফৌজদারী কোর্ট, পুরাতন পৌরসভা সড়কসহ বিভিন্ন এলাকায় এক হাটু পানিতে তলিয়ে যায়। ফলে এসব এলাকার মানুষকে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। প্রয়োজন ছাড়া এলাকাবাসীর অনেকে বাসা থেকে বের হচ্ছে না। ময়লা আর্বজনার পানি মাড়িয়ে অনেক মুসল্লী তারাবীহ নামাজে যেতে পারছেন না বলে অভিযোগ করেন।


     এই বিভাগের আরো খবর