,

সারা দেশের ন্যায় হবিগঞ্জ জেলার বিভিন্ন বিদ্যালয়ে পাঠ্য বই বিতরণ সারা দেশে একযোগে পাঠ্য বই বিতরণ সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ ॥ জেলা প্রশাসক জয়নাল আবেদিন

মোঃ জসিম তালুকদার, স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন বলেছেন, নতুন বছরের প্রথম দিনে সারা দেশে একযোগে পাঠ্য বই বিতরণ সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ। দেশকে ডিজিটাল ও মধ্যম আয়ের দেশ হিসেবে পরিনত করতে হলে সুশিক্ষার কোন বিকল্প নেই। দেশ আজ খাদ্য, শিল্পায়নসহ অন্যান্য দিক দিয়ে স্বয়ং সম্পুর্ণ হতে যাচ্ছে। রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে সুখী সমৃদ্ধশালী দেশ গড়া সম্ভব হবে বলেও তিনি উল্লেখ করেন। গতকাল বৃহস্পতিবার সকালে নবীগঞ্জ উপজেলা পরিষদ শিশু শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমিক এর বই বিতরণ উৎসব ২০১৫ইং এ প্রধান অতিথির বক্তৃতায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন। স্কুল পরিচালনা পরিষদের সভাপতি এবং উপজেলা নির্বাহী অফিসার মুহাহাম্মদ লুৎফর রহমানের সভাপতিত্বে এবং শিক্ষক কাঞ্চন বনিকের পরিচালনায় অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন উক্ত প্রতিষ্টানের অধ্য নিখিল আচার্য্য। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ আনোয়ার হোসেন, প্রাইমারী শিক্ষা অফিসার মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ প্রেস ক্লাব সভাপতি ও কাউন্সিলর এটিএম সালাম, সাবেক সভাপতি এটিএম নুরুল ইসলাম খেজুর, অভিভাবক এডভোকেট ফারুক আহমদ, আলতাব উদ্দিন, শামীম আহমদ প্রমূখ। অনুষ্টান শেষে ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন। তিনি এর আগে নবীগঞ্জ (২য় পৃষ্ঠায় দেখুন) জেকে মডেল হাইস্কুলে বই বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং বই বিতরণ করেন। উপজেলা নিবার্হী অফিসার মোঃ লুৎফর রহমানের সভাপতিত্বে ও শিক্ষক হুমায়ুন কবিরের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জে.কে হাইস্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আলমগীর চৌধুরী। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আব্দুস ছালাম, নির্মলেন্দু দাশ রানা, উত্তম কুমার পাল হিমেল, রথীন্দ্র দে, বিকাশ রায়, সলিল কুমার দাশ প্রমূখ। তার আগে তিনি নবীগঞ্জ আদর্শ প্রাইমারী স্কুলের ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বই তুলে দেন। এছাড়া একযোগে উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও প্রাইমারী স্কুল ও মাদ্রাসায় নতুন বই বিতরণ করা হয়েছে বলে জানা গেছে। বছরের প্রথম দিনে নতুন বই হাতে খুশি স্কুলের ছাত্র-ছাত্রীরা।দেবপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়প্রেস বিজ্ঞপ্তি ॥ দেবপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২০১৫ সালের বিনামূল্যে পাঠ্যবই পুস্তক বিতরণ উপলক্ষে ১লা জানুয়ারী পাঠ্যপুস্তক উৎসব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী নতুন বই ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেন। বই বিতরণ কার্যক্রমে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ জামসেদুর রহমান। এসএমসি সভাপতি মোঃ ইলিয়াছ মিয়ার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সুব্রত দাশ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক গোপেশ পাল, বিশিষ্ট ব্যবসায়ী কাজী তাজুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক মেহেরুন্নেছা খানম, আলেহা আক্তার বেবী, জিয়াউর রহমান, মিজবা আক্তার, ফয়ছল আহমদ চৌধুরী, ওয়ার্ড মেম্বার জয়নাল আবেদীন খান ও মহিলা মেম্বার মায়ারুন বেগম এবং মা অভিভাবকবৃন্দ।শাখোয়া ও লক্ষীপুরে বই বিতরণপ্রেস বিজ্ঞপ্তি ॥ ১লা জানুয়ারী ২০১৫ইং সারাদেশের ন্যায় নবীগঞ্জ উপজেলার ৭নং করগ্ওা ইউ/পির বড় শাখোয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, লক্ষীপুর সরকারী প্রথমিক বিদ্যালয় ও ছোট শাখোয়া সরকারী প্রথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসবের উদ্ভোধন করা হয়েছে। এ উপলক্ষে পৃথক পৃথক ভাবে বিদ্যালয় গুলোতে উদ্ভোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৭নং করগাও ইউ/পির চেয়ারম্যান মোঃ ছাইম উদ্দিন সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ ফারুক আহমেদ উপজেলা প্রথমিক শিক্ষক সমিতির যুগ্ম সাধারন সম্পাদক মোঃ রুবেল মিয়া, প্রবীন শিক্ষক লিটন চন্দ্র দেব নাথ, অশেষ কুমার দাশ, বিধু ভূসন দাশ, ডাঃ নুরুল আমিন, রবীন্দ্র দাশ, প্রধান শিক্ষক বিপুল চন্দ্র দেব, মুক্তা চৌধুরী, সুকেশ চন্দ্র শীল, অজন্তা বনিক, শামীমা আক্তার, দীপক দাশ, সুদীপ্তা পাল দাশ, পজল মিয়া, ডলি বেগম রূপালী বেগম চৌধুরী প্রমূখ।শৈলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব
প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল নবীগঞ্জ উপজেলার ২নং ভাকৈর ইউনিয়নের শৈলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। উক্ত বই বিতরণ উৎসবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম। বই বিতরণ শেষে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মো: আতিকুর রহমানের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক জাহাঙ্গীর বখ্ত চৌধুরীর পরিচালনায় ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম। বিশেষ অতিথি বক্তব্য রাখেন চৌধুরী ফয়সল শোয়েব। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইছমত আহমেদ, মাহাতাব উদ্দিন, শিক্ষক বরুন দাশ, শিক্ষক টুম্পা রানী দেব, হারুন মিয়া, মিজানুর রহমান প্রমুখ।তাহিরপুর বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়েপ্রেস বিজ্ঞপ্তি ॥ পাঠ্য পুস্তক দিবসে (১লা জানুয়ারি ২০১৫) নবীগঞ্জ উপজেলার তাহিরপুর বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান মন্ত্রী শেখ হাসিনা সরকারের প্রথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমে বিনামূল্যে প্রদত্ত বই ছাত্র/ছাত্রীদের মধ্যে সম্মিলিত ভাবে তুলে দিচ্ছেন নবীগঞ্জ উপজেলা সহকারি শিক্ষা অফিসার অজয় কুমার দাস, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও তাহির পুর বালক স: প্রা: বিদ্যালয়ের সাবেক সভাপতি কাজী ওবায়দুল কাদের হেলাল, বিদ্যালয় এস.এম.সি’র সভাপতি মুহাম্মদ হারুনুর রশিদ, প্রধান শিক্ষক মহিতোষ দাস তালুকদার, এস.এম.সি’র সহ সভাপতি মুহাম্মদ নুর মিয়া, সদস্য লোকামান মিয়া, ও রওশনারা বেগম, শিক্ষক মুহাম্মদ আয়ুব হুসেন, সাইয়েদা জান্নাত রিংকি, রাজস্রী দাস ও মহিতুষ দাস সুমন, যুবলীগ নেতা আতাউর রহমান, তাহির পুর এন.ই আলিম মাদ্রাসা গভর্নিং বডি সদস্য আব্দুল আজাদ তালুকদার প্রমুখ। এ সময় বিদ্যালয়ের প্রায় তিন শতাধিক ছাত্র-ছাত্রীদের হাতে বিনা মুল্যের এ বই তুলে দেয়া হয়।ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়রাকিল হোসেন, ইনাতগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয় একটি আদর্শ বিদ্যাপিঠ। উক্ত বিদ্যালযে জেএসসি ও এসএসসি পরীক্ষা কেন্দ্র হিসাবে প্রতি বছর ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশ গ্রহণ করে থাকেন। গত জেএসসি পরীক্ষায় পাশের হার শতভাগ। ১৭৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই কৃতকার্য হয়। এর মধ্যে রয়েছে ৮টি এ প্লাস ও এ পেয়েছে ১২০জন ছাত্র-ছাত্রী। বিদ্যালয়ে মোট ছাত্র-ছাত্রী সংখ্যা ১২’শ। বিজ্ঞান বিভাগসহ দাতাদের দেয়া কম্পিউটার নিয়ে কম্পিউটার ল্যাব ও চালু রয়েছে। কিন্তু বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা বেশী হওয়ার ক্লাস রুমে তাদের স্থান সংকুলান হয়না। বিদ্যালয়ে একাডেমকি ভবন নির্মাণ অত্যান্ত জরুরী। কারন ৬ষ্ট থেকে ৮ম শ্রেণী পর্যন্ত রয়েছে ৩টি ও ৯ম ও ১০ শ্রেণীতে ২টি করে শ্রেণী কক্ষ রয়েছে। প্রতি বছরই ছাত্র-ছাত্রীর সংখ্যা বাড়ছে। বর্তমান অবস্থায় একটি শ্রেণী কক্ষ ও অবশিষ্ট নাই। তাছাড়া ১২শত ছাত্র-ছাত্রীর জন্য রয়েছেন ১০জন শিক্ষক। বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি শকদিল হোসেন বিগত ২০১৩ সালের শেষের দিকে সভাপতির দায়িত্ব ভার গ্রহণ করে ৭জন শিক্ষক নিয়োগসহ খন্ডকালীন শিক্ষক দিযে প্রধান শিক্ষক বদরুল আলমের সহযোগিতায় লেখা পড়ার মান উন্নয়নে নিররসভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুল আলম বলেন, ছাত্র-ছাত্রীদের স্থান সংকুলানে বিদ্যালয়ে একাডেমিক ভবন নির্মাণ জরুরী। এ ব্যাপারে তিনি দেশে বিদেশে অবস্থানরত শিক্ষানুরাগী ধনাঢ্য ব্যক্তিদের এগিযে আসার আহবান জানান। এদিকে গতকাল বৃহস্পতিবার উক্ত বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ সময় ম্যানেজিং কমিটির সভাপতি সকদিল হোসেন ও প্রধান শিক্ষক বদরুল আলম ছাত্র-ছাত্রীদের মধ্যে বই বিতরণ করেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেটের ডাক ও চ্যানেল-এস প্রতিনিধি রাকিল হোসেন, ইনাতগঞ্জ ছাত্রলীগের সভাপতি আব্দুল আজাদ শাহজাহানসহ শিকবৃন্দ।হবিগঞ্জ সদর
১৫ শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ করলেন এমপি আবু জাহিরস্টাফ রিপোর্টার ॥ বছরের প্রথম দিনেই নতুন বই পাওয়ার আনন্দই আলাদা। আর এই বই যদি পাওয়া যায় বিশিষ্ট জনদের কাছ থেকে তাহলে আনন্দ বেড়ে যায় বহুগুন। তাই ক্ষুদে শিক্ষার্থীদের আনন্দ দিতে হবিগঞ্জ-৩ আসনের এমপি এডভোকেট মোঃ আবু জাহির হবিগঞ্জ সদর উপজেলার ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে নতুন বই বিতরণ করেন। বৃহস্পতিবার সকাল ৯টায় হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ে সর্ব প্রথম শুরু হয় বই উৎসব। পরে বিকেজিসি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, হবিগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ, বালিকা উচ্চ বিদ্যালয়, জে.কে এন্ড এইচ.কে হাই স্কুল, দারুছুন্নাৎ সিনিয়র মাদ্রাসা ও বহুলা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় হয়ে হবিগঞ্জ শহর ও শহরতলীর সকল স্কুলে এবং পরে শায়েস্তাগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এমপি আবু জাহির বই বিতরণ করেন। বই বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবদুর রউফ, হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফাকুল হক চৌধুরী, হবিগঞ্জ সদও উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা, জেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম ও জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদ ভূইয়া। সকল প্রতিষ্ঠানেই শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন এমপি আবু জাহির। তিনি বলেন, অতীতে বছর শেষ হতে থাকলেও শিক্ষার্থীরা নতুন বই পেতনা। অর্ধেক নতুন আর অর্ধেক পুরাতন বই নিয়ে মনের কষ্ঠ নিয়ে পড়া লেখা করতে হত ক্ষুদে শিক্ষার্থীদেরকে। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বছরের ১ম দিনেই বই উৎসব প্রচলন করে ক্ষুদে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে অনন্য ইতিহাস সৃষ্টি করেছেন। আগে যেখানে ৫ম শ্রেণী পর্যন্ত বই দেয়া যেত না, এখন সেখানে ১০ম শ্রেণী পর্যন্ত বই দেয়া হচ্ছ্।ে আগামীতে কলেজেও দেয়া হবে। প্রধানমন্ত্রীর এই সফলতায় ষড়যন্ত্রকারীরা বই উৎসব নস্যাৎ করতে চেয়েছিল। কিন্তু শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বের জন্য সেই ষড়যন্ত্র সফল হয়নি। উৎসব প্রিয় বাঙ্গালী জাতীকে নুতন উৎসব এনে দিয়েছেন প্রধানমন্ত্রী। অনন্য এই উৎসবের নাম বই উৎসব। এমপি আবু জাহির বলেন, সরকার শুধু বই দেয়নি। নতুন শিক্ষা নীতি প্রনয়ন করেছে। সকল শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন করা হয়েছে। নিয়োগ দেয়া হয়েছে হাজার হাজার শিক্ষক। গড়ে উঠছে নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান। হবিগঞ্জবাসীর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষনা করেছেন কৃষি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করার। কিন্তু আমাদের শিক্ষার্থীদেরকে যদি সেই প্রতিষ্ঠানে পড়ানোর যোগ্যতা সম্পন্ন করে গড়ে তুলতে না পারি তাহলে তা হবিগঞ্জবাসীর কল্যাণ বয়ে আনবেনা। এর জন্য সকল শিক্ষক ও অবিভাবকদেরকে সচেতন হতে হবে। জেলা শিক্ষা অফিস ও প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, মাধ্যমিক পর্যায়ে জেলার ১ লক্ষ ৪০ হাজার শিক্ষার্থীর মাঝে ২৪ লক্ষ বই এবং ৩ লক্ষ ৪৯ হাজার প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীর মাঝে ২০ লক্ষ বই বিতরণ করা হয়েছে। সকল শিক্ষা প্রতিষ্ঠানেই বই বিতরণ উৎসবের আয়োজন করা হয়।হবিগঞ্জ হাইস্কুল এন্ড কলেজ
প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল ১ জানুয়ারী ২০১৫ বৃহষ্পতিবার ১১টায় বিনামুল্যে বই বিতরন উৎসব উদযাপন উপলক্ষে হবিগঞ্জ হাইস্কুল এন্ড কলেজে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। অধ্যক্ষ আলহাজ্ব মোঃ আবুল লেইছের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক মাওলানা মোঃ আনোয়ার আলীর পরিচালনায় উক্ত অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির। বক্তব্য রাখেন মোঃ রফিকুল ইসলাম জেলা শিক্ষা অফিসার হবিগঞ্জ, হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশফাকুল হক চৌধুরী, মোঃ জিয়া উদ্দিন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হবিগঞ্জ সদর, হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) মোছাঃ ফেরদৌস আরা বেগম। এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের গভর্নিং বডির সদস্য মোঃ রজব আলী, সিনিয়র শিক্ষক মোঃ আব্দুছ সালাম, আলহাজ্ব সুফিয়া আক্তার, মোঃ জহিরুল ইসলাম, মাহবুব কামাল খান চৌধুরী, মাওলানা মাহবুবুর রহমান, শংকরী বনিক, বদরুজ্জামান তালুকদার, রওশনারা বেগম, সুধির চন্দ্র দে, সাবিনা ইয়াসমিন, সাবিনা চৌধুরী, শরীফা বেগম, তাহমিনা আক্তার, শিউলি রানী দাস, খাদিজা আক্তার, সুবর্না নার্গিস, নার্গিস পারভীন, কানিজ ফাতেমা, মনি রানী পাল, গৌরী রানী দাস, মোঃ আশিক আলী প্রমুখ। প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন এ বিদ্যালয়ে আমি নিজে লেখা পড়া করেছি, বিদ্যালয়ের উন্নয়নে আমি সর্বাত্মক সহযোগিতা করব। এর পরিবেশ যেন আরো সুন্দর হয়, শিক্ষার মান যেন আরো উন্নতি লাভ করে। কলেজের ছাত্র/ছাত্রীদের পড়াশুনার সুবিধার জন্য অচিরেই আমি বিদ্যালয়ে একটি সরকারী নতুন ভবন প্রদানের ব্যাবস্থা করব। তিনি শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে শিক্ষকদের সহযোগিতা কামনা করেন এবং শিক্ষকদের সুযোগ সুবিধা বৃদ্ধির আশ্বাস প্রদান করেন। তিনি আরো বলেন শিক্ষার উন্নয়নে সরকারের সাথে সাথে বেসরকারী পর্যায়ে ও উদ্যোগ গ্রহণ করতে হবে।বহুলা মডেল স্কুল
স্টাফ রিপোর্টার॥ বহুলা মডেল স্কুল থেকে হবিগঞ্জ সদর উপজেলার প্রাথমিক পর্যায়ের বই বিতরণ উৎসবের উদ্বোধন করা হয়। গতকাল দুপুরে প্রধান অতিথি হিসাবে বই বিতরণের উদ্বোধন করেন হবিগঞ্জ-৩ আসনের এমপি এডভোকেট মোঃ আবু জাহির। হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফাকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, হবিগঞ্জ সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, জেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদুল হাসান, জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদ ভুইয়া ও স্কুলের প্রধান শিক্ষক শিরিন আক্তার চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু জাহির বহুলা মডেল স্কুলের সীমানা প্রাচীর নির্মানসহ উন্নয়নের আশ্বাস দেন। অনুষ্ঠানে স্কুলের ১১শ শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেয়া হয়।টাউন মডেল বালিকা স্কুল
প্রেস বিজ্ঞপ্তি ॥ বছরের প্রথম দিনেই নতুন বই পেল শহরের টাউন মডেল সরকারী বালিকা প্রাথমিক বিদ্যালয়। গতকাল সকালে এক অনুষ্ঠানে শিশুদের হাতে নতুন বই তুলে দেয়া হয়। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি এডভোকেট সুলতান মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বই বিতরণ করেন সাংবাদিক এডভোকেট শাহ ফখরুজ্জামান। স্কুলের প্রধান শিক্ষক শুল্কা রানীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহ-সভাপতি শেলী আক্তার ও সদস্য জামাল উদ্দিন।বানিয়াচং উপজেলা
নোয়াগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়
প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচং উপজেলার বড়ইউরি ইউনিয়নের নোয়াগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গতকাল, বৃহ¯পতিবার সকাল ১০টায় ২০১৫ সালে নতুন বছরের শুরুতে প্রথম শ্রেনী থেকে পঞ্চম শ্রেনী পর্যন্ত বিনা মুল্যে শিক্ষার্থীদের হাতে বই বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, বড়ইউরি ইউপি আওয়ামীলীগের সভাপতি ও ম্যানেজিং কমিটির সভাপতি ফরিদ আহমদ, প্রধান শিক্ষক আঃ মুকিদ, শিক্ষিকা শাহেনা বেগম, সুন্না পারবিন, অনিতা রাণী দাশ, সন্ধা রানী দাশ, শিক্ষক রবিন্দ্র চন্দ ভৈষ্ণ, সবুজ আহমদ, শিব্বির আহমদ, হেলাল, মহিবুর, মকসুদ মিয়া সহ গ্রামের গন্যমান্য ব্যাক্তিবর্গ।বানিয়াচং দক্ষিণ-পূর্ব ইউনিয়ন
এসএইচ রুবেল, বানিয়াচং থেকে ॥ পড়ি বই আলোকিত হই, না পড়ি বই অন্ধকারে রই এ স্লোগানকে সামনে রেখে ২০১৫ সালের ১ম দিনেই উৎসবের মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের হাতে বই তোলে দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার ৩নং বানিয়াচং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ শিক্ষার্থীদের হাতে বই তোলে দেন চেয়ারম্যান মাওলানা মোঃ হাবিবুর রহমান। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো শান্তিপাড়া, জাতুকর্ণপাড়া, আদাউড়া, ছিলাপাঞ্জা, চৌধুরীপাড়া, পুরানবাগ, পাড়াগাঁও, তুষার স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শায়খ আবু নছর কোরাইশী দাখিল মাদ্রাসা। এ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়বানিয়াচং প্রতিনিধি ॥ ২০১৫ শিক্ষাবর্ষের নতুন বই শিক্ষার্থীদের হাতে তোলে দিয়েছেন এমপি আলহাজ্ব এড. আব্দুল মজিদ খান। বৃহস্পতিবার সকাল ১১টায় মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ের মাঠে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে প্রধান অতিথি হিসেবে বই নতুন বই তুলে দেন তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামছুল ইসলামের সভাপতিত্বে ও মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভানু চন্দ্র চন্দের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমদ, ভাইস চেয়ারম্যান ইকবাল বাহার খান, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া খানম, অফিসার ইনচার্জ মোঃ লিয়াকত আলী, ১নং ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাওছার শুকরানা, উপজেলা শিক্ষা অফিসার মিহির লাল আচার্য্য, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, প্রধান শিক্ষক মোজাম্মিল হোসেন খান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৪নং ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, ৩ নং ইউপি চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, সমাজ সেবা অফিসার মোঃ জালাল উদ্দিন ভূইয়া, মোঃ আব্দুর রউফ, শফিউল আলম খান, আসাদুজ্জামান খান, মোঃ আবু ইউসুফ, আলি রহমান, নাদির বখত সোহেলী, উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল হালিম সোহেল ও সাধারণ সম্পাদক এমদাদুল হাসান শাহিন প্রমুখ।যাত্রাপাশা সরকারী প্রাথমিক বিদ্যালয়
নিজস্ব প্রতিনিধি ॥ নববর্ষ ২০১৫ সালের প্রথমদিন বৃহস্পতিবার দেশ জুড়ে বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে বই বিতরন উৎসব। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়েছে বিনামূল্যে পাঠ্যবই। আনন্দে উচ্ছ্বাসিত হয়ে নতুন বই নিয়ে বাড়ি ফিরছে শিক্ষার্থীরা। এদিকে বানিয়াচঙ্গ উপজেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে বই বিতরন করা হয়েছে। আবার অভিভাবকদের ব্যতিক্রমী উৎসাহ প্রদানের জন্য কোন কোন প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সাথে অভিভাবকদের হাতে বিনামূল্যে পাঠ্যবই তুলে দিতে দেখা গেছে। এমনি একটি শিক্ষা প্রতিষ্ঠান মহাগ্রাম বানিয়াচঙ্গের যাত্রাপাশা সরকারী প্রাথমিক বিদ্যালয়। বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউনিয়ন শিক্ষা কমিটির সভাপতি ও ইউ.পি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিনের আহবানে ও স্কুলের প্রধান শিক্ষক সুকেশ কুমার চন্দ সহ সহকারী শিক্ষকগণ এবং এসএমসি সদস্যদের সার্বিক তত্বাবধান ও সহযোগিতায় সকল ছাত্রছাত্রীরা তাদের অভিভাবকদের সাথে নিয়ে আসেন নতুন বই সংগ্রহ করার জন্য। সকাল সাড়ে ৯টায় স্কুল প্রাঙ্গনে বানিয়াচং এডুকেশন নেটওয়ার্ক ও ইউ.পি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন স্কুলের প্রত্যেক অভিভাবক এর হাত দিয়ে ছাত্র ছাত্রীদের নতুন একসেট করে বই বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার সুব্রত কুমার দাশ, এস.এম.সি সদস্য নায়েব আলী ও কানন রানী বৈষ্ণব, প্রধান শিক্ষক সুকেশ কুমার চন্দ, সহকারী শিক্ষক মেহেরুন্নেছা, সহকারী শিক্ষক ভক্তি রানী দেব, সৈয়দা সাহিদা হাসান, আওতাদ উল্লাহ খান, লক্ষী রানী রায়, হোসনে আরা, তাছলিমা আক্তার, মাহমুদা আক্তার, জাকিরা নাসরিন, তাসপ্রিন কিবরিয়া, জয়তারা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল কাইয়ুম, ইউডিসি উদ্যোক্তা ও বানিয়াচং উদ্যোক্তা ফোরাম সভাপতি আনছার আলী প্রমুখ।চুনারুঘাট উপজেলা
মিরাশী উচ্চ বিদ্যালয় ও রানীগাঁও দাখিল মাদ্রাসাচুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার মিরাশী উচ্চ বিদ্যালয়ে ও রানীগাঁও দাখিল মাদ্রাসায় ছাত্র-ছাত্রীদের মাঝে নতুন পাঠ্যপুস্তক বই বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে মিরাশী উচ্চ বিদ্যালয়ে গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় এক বই বিতরণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরাশী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও রানীগাঁও ইউ/পি চেয়ারম্যান আবু সালেহ মোঃ শফিকুর রহমান। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন অত্র স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মালেক, রাণীগাঁও ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সাংবাদিক ফারুক মাহমুদ, মাষ্টার আব্দুল আউয়াল, অর্জুন চন্দ্র দেব, মাওঃ আজিজুর রহমান, ম্যানেজিং কমিটির সদস্য দরবেশ আলী, আব্দুল হাই সহ স্কুল শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ। এদিকে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় রানীগাঁও দাখিল মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়। বিতরণ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, বিশেষ অতিথি ছিলেন রানীগাঁও ইউ/পি চেয়ারম্যান শফিকুর রহমান, এ বিতরণ সভায় উপস্থিত ছিলেন মাদ্রাসা সুপার মাওঃ আমিনুর রহমান চৌধুরী, সহ-সুপার মাওঃ মুছলেম খান, উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতি (জমিয়াতুল মোদারেছীন) সাধারন সম্পাদক মাষ্টার মোঃ মাসুক মিয়া, মাষ্টার মোঃ ইলিয়াস আলী, মাষ্টার আমিন আলী, মাওঃ হাবিবুর রহমান, জামাল উদ্দিন, মোখলেছুর রহমান, জালাল উদ্দিন সহ মাদ্রাসা শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ।ডিসিপি হাই স্কুলমিরাশী প্রতিনিধি ॥ চুনারুঘাটে ডিসিপি হাই স্কুলে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে চুনারুঘাট পৌর শহরের পশ্চিম পাকুরিয়া ডিসিপি হাই স্কুলে বিনামূল্যে বই বিতরণ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান শামছুন্নাহার। ক্রীড়া শিক্ষক সাইফুর রহমানের পরিচালনায় এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের এমপি এডভোকেট মাহবুব আলী। বিশেষ অথিতি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাশহুদুল কবীর, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামসুল হক চুনারুঘাট থানার ওসি অমূল্য কুমার চৌধুরী, চুনারুঘাট পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু তাহের মিয়া মহালদার, চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটন, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হুসাইন আলী রাজন, আনোয়ার আলী, মোনায়েম চৌধুরী, রেজাউল করীম মাসুক, প্রণয় পাল, সাংবাদিক আবুল কালাম আজাদ, মোঃ ওয়াহেদ আলী, শাহ আলম তালুকদার। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আঃ মতিন, সহকারী প্রধান শিক্ষক তৈয়বা খাতুন, ক্ষিতিশ চন্দ্র দাস, স্বপন কুমার রায়, এমদাদুল হক চৌধুরী ১৪৫২জন শিক্ষার্থীর হাতে বিনামূল্যে বই বিতরণ করা হয়।শ্রীকুটা আদর্শ হাই স্কুল
শ্রীকুটা প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার শ্রীকুটা আদর্শ উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় শ্রীকুটা আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিকট বিনামূল্যে বই বিতরণ করেন প্রধান শিক্ষক আঃ আউয়াল। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী শিক্ষক আলহাজ্ব মোস্তাক আহমদ তরফদার মাসুম, বাবু সমীরণ চক্রবর্তী, নজরুল ইসলাম, রিপন চন্দ্র শীল, ম্যানেজিং কমিটির সদস্য আঃ আহাদ চৌধুরী লিটন ও ছানু মিয়া প্রমুখ।
চান্দপুর বস্তি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়
প্রেস বিজ্ঞপ্তি ॥ কুয়াশার চাদরে ঢাকা স্কুলের আকাশ। এ কুয়াশার আবরণ ভেদ করে সুর্য্যরে আলো এখনো পৌছেনি মাঠে। কনকনে শীত উপেক্ষা করেই ক্ষুদে শিক্ষার্থীরা এসেছে নতুন বই নিতে। বছরের প্রথম দিনেই নতুন বইয়ের আশায় বসে আছে ওরা। তাদের মধ্যে যেন উৎসবের আমেজ। চুনারুঘাট উপজেলার চান্দপুর বস্তি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৯টায় এমনি দৃশ্য দেখা গেল। স্থানীয় সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী এ বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করতে আসবেন তাই শিক্ষকরাও প্রস্তুতি নিয়েছে। দীর্ঘ সময় এ ক্ষুদে শিক্ষার্থীরা অপেক্ষা করে হাতে পেল নতুন বই। নতুন বইয়ে মৌ মৌ গন্ধে যেন শিক্ষার্থীরা বিমোহিত হলেন। সাথে শিক্ষক শিক্ষিকারাও। বছরের প্রথম দিনেই এভাবে উপজেলার পৌনে দু’শ সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ৫ শতাধিক প্রতিষ্ঠানে এবং অর্ধশত উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ করা হয়। নতুন বই হাতে পেয়ে প্রতিটি বিদ্যালয় প্রাঙ্গনেই শিক্ষার্থীরা বই উৎসবে মেতে উঠে। বছরের প্রথম দিন নববর্ষ বরণ যেন এখন বই দিয়ে শুরু হয়েছে। সাথে ছিল মিষ্টি আর নানা পদের আয়োজন। উপজেলার ডিসিপি হাই স্কুল, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, অগ্রনী উচ্চ বিদ্যালয়, তাহের শামছুন্নাহার উচ্চ বিদ্যালয়, কাচুয়া উচ্চ বিদ্যালয়, চান্দপুর বস্তি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্ডার গার্টেনসহ বিভিন্ন বিদ্যালয়ে স্থানীয় সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাশহুদুল কবীর, শিক্ষা কর্মকর্তাসহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও ম্যানেজিং কমিটির সভাপতি, সদস্যগণ বই বিতরণের পর উৎসবে মেতে উঠেন। উপজেলা শিক্ষা কার্যালয় সুত্রে জানা গেছে, চুনারুঘাট উপজেলায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ৫ শতাধিক বিদ্যালয়ের প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত ২ লক্ষাধিক শিক্ষার্থীদের মধ্যে প্রায় ১২ লাখ বই বিতরণ করা হয়েছে।
মাধবপুর উপজেলাআদর্শ নিম্নমাধ্যমিক বিদ্যালয়মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ উৎসব অনুষ্টিত হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল বৃহ¯পতিবার সকালে উপজেলা আদর্শ নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে স্থানীয় সংসদ সদস্য এড. মাহবুব আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ অনুষ্টানের উদ্বোধন করেন। এসময় অন্যন্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদুল ইসলাম, পৌর মেয়র হীরেন্দ্র লাল সাহা, উপজেলা ভাইস চেয়াম্যান আব্দুল আজিজ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রব্বানী, আওয়ামীলীগ নেতা সুকোমল রায়, যুবলীগ সভাপতি ফারুক পাঠান, প্রেসক্লাব সেক্রেটারী মিজানুর রহমান প্রমূখ।


     এই বিভাগের আরো খবর