,

অপরিকল্পিত ভাবে সুতাং নদীতে সুইচ গেইট নির্মাণ : পার্শ্ববর্তী গ্রামগুলি বন্যায় প্লাবিত

চুনারুঘাট প্রতিনিধি ॥ বিগত এক যুগ আগে, আসময় পানি আটকিয়ে কৃষি সেচের জন্য পানি উন্নয়ন বোর্ড, হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের সুতাং নদীতে দু’টি সুইচ গেইট নির্মান করে। কিন্তু সেচ মৌসুমে উজান থেকে পানি না আসার কারনে কোন আশাতীত ফল পাওয়া যায় নি। দু:খ জনক হলেও সত্য যে, বর্ষা মৌসুমে এই সুইচ গেইট গুলোর কারনে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে পার্শ্ববর্তী গ্রামের সাধারন মানুষের দুর্দশা দেখা দিয়েছে। যখন তখন বৃষ্টি হলে পাহাড়ী ঢলে কালামন্ডল, হাড়াজুরা উজানে ছয়শ্রী ও সুন্দরপুর গ্রামের একাংশ বন্যার পানিতে প্লাবিত হয়ে তলিয়ে যায়। এ বন্যার কারনে মানুষের ঘর বাড়ীতে হাটু পানি, শিশু বাচ্চা, গৃহপালিত পশু নিয়ে সাধারন মানুষ বিপাকে রয়েছেন। তাহারা এ কষ্ঠ থেকে পরিত্রান পেতে পানি সম্পদ মন্ত্রনালয়ের সু-দৃষ্টি কামনা করেন। উল্লেখ্য যে, অতি তাড়াতারি সুইচ গেইটগুলো সম্প্রসারন না করলে এলাকার বন্যা নিয়ন্ত্রন সম্ভব নয় বলে জানিয়েছেন এলাকাবাসী।


     এই বিভাগের আরো খবর