,

ক্রেতা দুর্ভোগ লাঘবে হবিগঞ্জের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ডিসি’র ঝটিকা অভিযান

রফিকুল হাসান চৌধুরী তুহিন ॥ পবিত্র রমজান মাসে ক্রেতাদের দুর্ভোগ লাঘবে সরকারী নির্দেশনানুযায়ী হবিগঞ্জ শহরের ব্যবসায়ীরা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র মজুত সহ তা বিক্রি যথাযথ করছে কি না তা সরেজমিন পরিদর্শন করেছেন জেলা প্রশাসক সাবিনা আলমের নেতৃত্বাধীন একটি টীম। গতকাল রবিবার দুপুরে শহরের বানিজ্যিক এলাকাস্থ আলহাজ্ব সফিকুল ইসলামের মালিকানাধীন শরীফ স্টোর, চৌধুরী বাজার এলাকাস্থ সাবেক ইউপি চেয়ারম্যান হাজী আতাউর রহমানের মালিকানাধীন সহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যবসা প্রতিষ্ঠানে ওই ঝটিকা পরিদর্শন চলাকালে জেলা প্রশাসক সাবিনা আলমের সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও সদ্য পদোন্নতিপ্রাপ্ত উপ-সচিব মোঃ এমরান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আ,স,ম সামছুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন্নবী, এনডিসি মারুফ হাসান, গোপনীয় শাখার নির্বাহী ম্যাজিষ্ট্রেট চাই থোহাইল্লা, জেলা চেম্বার অব কমার্স ইন্ড্রাষ্টির প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম, হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাব সভাপতি রফিকুল হাসান চৌধুরী তুহিন ও জেলা ব্যবসায়ী কল্যান সমিতি (ব্যাকস) এর সভাপতি আলহাজ্ব মোঃ সামছুল হুদা প্রমুখ। পরিদর্শনকালে ব্যবসায়ীরা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য তালিকা টাঙ্গিয়ে রাখতে দেখে জেলা প্রশাসক সাবিনা আলম সন্তোষ প্রকাশ করেন। এছাড়া বিভিন্ন ব্যবসায়ীর গোডাউনে মজুত করা ডাল, চাল, আটা সহ অন্যান্য সামগ্রীতে মেয়াদউত্তীর্ণ স্লিপে লাগানো অবস্থায় তিনি দেখতে পারলেও পাইকারীভাবে ক্রয় করা নানাবিধ কাগজপত্র জেলা প্রশাসকের নিকট অনেকাংশেই উপস্থাপন করা একশ্রেনীর ব্যবসায়ীদের পক্ষে সম্ভব হয়নি। বলাবাহুল্য, পবিত্র এই রমজান মাসে হবিগঞ্জ শহরের ব্যবসায়ীরা ক্রেতা সন্তোষজনক ব্যবসা বান্ধব পরিবেশ বজায় রেখেছে। তবে এই পরিদর্শনের খবর আগেই কোন কোন ব্যবসায়ীর কানে পৌছে যাওয়ায় শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক-কর্মচারীরা ছিলেন প্রস্তুত এবং খোশ মেজাজে। জেলা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, পুরো রমজান জুড়েই চলবে এমন আকস্মিক পরিদর্শন এবং মোবাইল কোর্ট।


     এই বিভাগের আরো খবর