,

মৌলভীবাজারে বন্যায় ৫০টি গ্রাম প্লাবিত

সময় ডেস্ক ॥ মৌলভীবাজারে হঠাৎ বন্যায় নতুন করে ৫০টি গ্রাম প্লাবিত হয়েছে। মনু নদের পর এবার ধলাই নদীতে পানি বেড়ে যাওয়ায় বসতবাড়ি, আউশ ধান, বিভিন্ন জাতের সবজি ক্ষেত ও মাছের খামার তলিয়ে গেছে। নদীর পানি বিপদসীমার ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। গত সোমবার সন্ধ্যার পর পরই ধলাই নদীর পুরনো ভাঙন দিয়ে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি ঢোকে। প্লাবিত হয় কমলগঞ্জ পৌরসভা, পতনউষা ইউনিয়ন, ইসলামপুর ইউনিয়ন ও মুন্সিবাজার ইউনিয়নের প্রায় ৫০টি গ্রাম। এখনও ঝুঁকিপূর্ণ রয়েছে মনু ও ধলাইর প্রতিরক্ষা বাঁধের বেশ কয়েকটি স্থান। জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তার উদ্যোগ নেয়া হলেও দুর্গতদের কাছে তা পৌঁছায়নি। দুর্গতরা আশ্রয় নিয়েছেন উঁচু স্থানে। পানি উন্নয়ন বোর্ড বলছে, পানি কমলেই বাঁধ নির্মাণ করা হবে।


     এই বিভাগের আরো খবর