,

হবিগঞ্জে ৩ মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদন্ড

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ সদরে আটক ৩ মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদন্ড দেয়া হয়। গতকাল মঙ্গলবার বিকেলে হবিগঞ্জের অতিরিক্ত দায়রা জজ মাফরোজা পারভিন এ রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলেন হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামের ইদ্রিছ আলীর পুত্র খোকন মিয়া (২৮), একই গ্রামের আতাউর রহমানের পুত্র মঞ্জুরুল হক (৩৫) ও চুনারুঘাট উপজেলার বনগাঁও গ্রামের আব্দুস সোবহানের পুত্র খলিল মিয়া (২৮)। মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ১৪ জানুয়ারি রাত ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই ইকবাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ সদর উপজেলার ধুলিয়াখাল বাইপাস সড়কে অভিযান চালায়। এ সময় একটি সিএনজি আটক করে তল্লাশীর পর উল্লেখিত ৩ জনকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। রায় ঘোষণাকালে আসামিরা পলাতক ছিল। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সালেহ উদ্দিন আহমেদ। রায় শেষে সন্ধ্যার দিকে আসামীদের সাজা পরোয়ানা সংশ্লিষ্ট থানায় প্রেরণ করা হয়।


     এই বিভাগের আরো খবর