,

সৌন্দর্য্যমন্ডিত হবিগঞ্জ শহর দেখার প্রত্যয় : বনার্ঢ্য র‌্যালীর মধ্য দিয়ে হবিগঞ্জে পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস

রফিকুল হাসান চৌধুরী তুহিন ॥ ‘প্রানের স্পন্দনে-প্রকৃতির বন্ধনে’ এমন প্রতিবাদ্য বিষয় নিয়ে হবিগঞ্জে পালিত হলো বিশ্ব পরিবেশ দিবন-২০১৭। এ উপলক্ষে গত সোমবার সকাল ১০টায় জেলা কালেক্টরেট কার্যালয় ক্যাম্পাস এর নিমতলা থেকে ডিসি সাবিনা আলমের নেতৃত্বে এক বর্নাঢ্য র‌্যালী বের করা হয়। পরবর্তীতে জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত হয় ওই প্রতিবাদ্য বিষয় নিয়ে এক আলোচনা সভা। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ এমরান হোসেন এর সঞ্চালনায় তাতে সভাপতিত্ব করেন ডিসি সাবিনা আলম। এতে বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদের মুখ্য প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল কদ্দুছ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উপ-সচিব মোঃ সফিউল আলম, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি গোলাম মোস্তফা রফিক, আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা কর্তৃক গঠিত জেলা স্বাক্ষী ও ভিকটিম সুরক্ষা কমিটির মেম্বার ও হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাব সভাপতি রফিকুল হাসান চৌধুরী তুহিন, এএসপি (মিডিয়া) মোঃ মিজানুর রহমান। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পরিবেশ আন্দোলনের নেতা সাবেক অধ্যক্ষ ইকরামুল ওয়াদুদ ও কবি তাহমিনা বেগম গিনি ও বিশিষ্ট চিত্র শিল্পী আলাউদ্দিন আহমেদ প্রমুখ। সভায় পরিবেশ দিবসে ওই প্রতিবাদ্য বিষয়ের সাথে সংশ্লিষ্ট হবিগঞ্জ শহরের পুরাতন খোয়াই নদী দখল, ব্যক্তি কর্তৃক দখল এবং লিজ দেয়ার নামে বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান কর্তৃক খাল-জলাশয় বরাদ্ধ, বাইপাস সড়ক ও আধুনিক স্টেডিয়াম সংলগ্ন উভয় পাশে পৌরসভা কর্তৃক ময়লা-দুর্গন্ধযুক্ত আবর্জনার স্থপে অতিষ্ট জনজীবন, শায়েস্তানগর এলাকায় অবস্থিত দৃষ্টি নিন্দিত হকার্স মার্কেট, জেলা পরিষদ নিয়ন্ত্রিত মুক্তিযুদ্ধের সেকেন্ড ইন কমান্ড এম এ রব পাঠাগার চত্বর এবং বিভিন্ন সরকারী-বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান-অফিস-আদালত, সড়কপথ সহ সমস্যা জর্জরিত নানাবিধ স্থান নিয়ে আলোকপাত করে বক্তারা বলেন, হবিগঞ্জ শহরকে আমরা আর এমন নোংরা ও দায়িত্বহীন পরিবেশের শহর দেখতে চাই না। আমরা চাই, একটি সুন্দর ও মনোরম পরিবেশের শহর। যা থেকে আমরা সহ তরুন প্রজন্মের সন্তানরাও বিশুদ্ধ অক্সিজেন নিয়ে বসবাস করতে পারব। আর সেই সাথে বলতে পারবে আমার প্রানের স্পন্দনের শহর হবিগঞ্জ। এ জন্য ভূমি খেকোদের কবল থেকে পুরাতন খোয়াই নদী পুনরুদ্ধারকল্পে একটি সুচিন্তিত পরিকল্পনা মাফিক সৌর্ন্দয্য মন্ডিত লেক বা শিশু পার্ক নির্মাণ, খাল ও জলাশয় উদ্ধারকল্পে খননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, ড্রেন ও বাসা-বাড়ী-ব্যবসা প্রতিষ্ঠান ও অফিস-আদালতের আঙ্গিনা স্ব স্ব দায়িত্বে পরিচ্ছন্ন রাখা ও ময়লা-আবর্জনার স্তুপ বাইপাস সড়কের ওই স্থানে নয় বরং তা সরিয়ে শহরের বাইরে নিয়ে যাওয়া সহ নানাবিধ পর্যায়ে ব্যবস্থা গ্রহনের জন্য দ্রুত আন্তরিক ও সমন্বিত উদ্যোগ নিতে হবে। এ ক্ষেত্রে রাজনৈতিক ভাবে জনপ্রতিনিধি, নেতা-কর্মী ও সুশীল সমাজের নের্তৃবৃন্দকে সকল বাঁধা অতিক্রম করে এগিয়ে আসার কোন বিকল্প নেই। তবেই একটি সুন্দর ও মনোরম পরিবেশে হবিগঞ্জ শহরকে বাসযোগ করা সম্ভব। এদিকে সংশ্লিষ্ট সভায় ডিসি সাবিনা আলম জানান, ওইসব সমস্যা নিরসনে জনসম্পৃক্ততা ও গণ আন্দোলন সৃষ্টির লক্ষ্যে আগামী ১৮ জুন সোশাল মিডিয়া সংলাপ নামে একটি সেমিনারের আয়োজন করেছে হবিগঞ্জ জেলা প্রশাসন। তিনি তার অভিব্যক্তি প্রকাশ করে আরও বলেন, আমার বিশ্বাস এই সেমিনার থেকে প্রাপ্ত সকল পরামর্শ ও সিদ্ধান্ত মোতাবেক পুরাতন খোয়াই নদী পুনরুদ্ধার সহ সকল সমস্যা সমাধানে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহন করতে পারবে প্রশাসন। এদিকে একই দিন দ্বিতীয় পর্যায়ে জেলা প্রশাসক সভা কক্ষে অনুষ্ঠিত হয় মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ বাস্তবায়নে জেলা পর্যায়ে সহায়তা কমিটির এক সভা। এতে সভাপতিত্ব করেন ডিসি সাবিনা আলম। এডিসি এমরান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা আব্দুল কদ্দুছ, এডিশনাল এসপি মোঃ হায়াতুন্নবী, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি গোলাম মোস্তফা রফিক, হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাব সভাপতি রফিকুল হাসান চৌধুরী তুহিন ও এএসপি (মিডিয়া) মিজানুর রহমান,জেলা চেম্বার অব কমার্স ইন্ড্রাষ্ট্রির প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম এবং কাস্টমস কর্মকর্তারা সহ প্রমুখ ব্যক্তিবর্গ।


     এই বিভাগের আরো খবর