,

অবশেষে বয়স্ক ভাতা পাচ্ছেন বাউসার বৃদ্ধা লক্ষী রাণী

তোফাজ্জল হোসেন ॥ অবশেষে বয়স্ক ভাতা পাচ্ছেন নবীগঞ্জের বাউসা ইউনিয়নের ৮২ বছর বয়সী বৃদ্ধা লক্ষী রাণী দেব। লক্ষী রাণী দেব ৮২ বছর বয়সেও বয়স্ক ভাতা থেকে বঞ্চিত থাকলেও তার কোন খোঁজ নেননি বিগত দিনের কোন চেয়ারম্যান বা মেম্বার। গত ২৮ মে রবিবার দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার ১ম পাতায় এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ হলে টনক নড়ে উপজেলা প্রশাসনের। বাউসা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবু সিদ্দিকের প্রচেষ্টায় আগামী জুলাই থেকে ভাতা পাবেন বলে জানাগেছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা। খোঁজ নিয়ে জানাযায়, উপজেলার বাউসা ইউনিয়নের বাউসা গ্রামের মৃত নরেশ দেবের স্ত্রী লক্ষী রাণী দেব। তার জন্ম ১৯৩৫ সালের ১০ জুলাই মাসে। ১ ছেলে এবং ২ মেয়ে আছে, স্বামী মারা গেছেন প্রায় ১৫ বছর পূর্বে। ছেলের সাংসারিক অবস্থাও ভালো না। হোটেলে চাকরি করে। তিনি বর্তমানে ছেলের পরিবারের সঙ্গে আছেন। বসতভিটা ছাড়া লক্ষী রাণী দেবের কিছুই নেই। একমাত্র ছেলে ইরেশ দেব হোটেলে চাকরি করে কোন মতে সংসার চালান। অভাবের সংসারে মায়ের এই বয়সে যেমন যতœ প্রয়োজন তেমনটি সে করতে পারেনা। অনেক চেষ্টা করার পরও তার বৃদ্ধা মায়ের বয়স্ক ভাতার ব্যবস্থা হয়নি। সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবু সিদ্দিকের। তিনি লক্ষী রাণীর খোঁজ খবর নেন এবং উপজেলা সমাজসেবা অফিসে যোগাযোগ করে লক্ষী রাণীর বয়স্ক ভাতা পাবার ব্যবস্থা গ্রহন করেন। উপজেলা সমাজসেবা সেবা কর্মকর্তা জানান আগামী জুলাই থেকে তিনি ভাতা পাবেন।


     এই বিভাগের আরো খবর