,

নতুন বছর নিয়ে ফুটপাতের গণকের ভাবনা ॥

সময় ডেস্ক: নতুন বছর, নতুন আকাঙ্কা, নতুন সম্ভাবনার সাথে আছে রাজনৈতিক অস্থিরতা আর হানাহানির আশঙ্কা। হরতাল ও রাজপথের আন্দোলনের মধ্যে দিয়ে শুরু হচ্ছে যে বছর কেমন যাবে সে বছর? সাধারণ মানুষের মধ্যে এই নিয়ে সংশয় থাকলেও ফুটপাতের গণকরা বলছেন ভিন্ন কথা। উলেখ্য, আজকাল ঢাকার ফুটপাতে অনেক গণককে দেখা যায় যারা মানুষের ভাগ্য নির্ধারণ করে থাকেন। গুলিস্থানের চলতি পথে দেখতে পাওয়া যায় এমন অনেক গণক যারা টিয়ে পাখি দিয়ে ভাগ্য নির্ণয় করে থাকে। দুবাই থেকে দেশে ফিরে আর দুবাই ফিরে যেতে পারেননি চট্টগ্রামের তাপস, তাই ২০১৫ সাল তার কেমন যাবে এমন প্রশ্নের জবাবে গণক বলেন, ‘তার বর্তমান পরিস্থিতি কয়েকদিন খারাপ যাবে কিন্তু পরবর্তী দিন ভালো আসবে। এমনকি টাকাপয়সাও আসবে। তেমনি আর একজন গণক আতিকুর রহমান। যিনি পঁচিশ বছর ধরে ভাগ্য ও গতিপ্রকৃতি বলে থাকেন। তাকে নিজের কথা ছেড়ে দেশের কথা জিজ্ঞেস করলে প্রথমে তিনি বলতে চাননি তবে পরে তিনি সাহস করে বলেন, চন্দ্র সূর্যের গতিবিধি, গ্রহ-নক্ষত্রের গতিবিধি অনুযায়ী আগামী বছর ভালো যাবে কোনো, ঝামেলাও হবে না। দেশ স্বাভাবিক ভাবেই চলবে। ফুটপাতের এইসব গণকদের গণনা কতোটুকু সত্য তা বলা না গেলেও তাদের আশার বাণীতে দেশের মানুষ কিছুটা স্বস্থির আশ্বাস পেতে পারে। এমনই কামনা।সময় ডেস্ক: নতুন বছর, নতুন আকাঙ্কা, নতুন সম্ভাবনার সাথে আছে রাজনৈতিক অস্থিরতা আর হানাহানির আশঙ্কা। হরতাল ও রাজপথের আন্দোলনের মধ্যে দিয়ে শুরু হচ্ছে যে বছর কেমন যাবে সে বছর? সাধারণ মানুষের মধ্যে এই নিয়ে সংশয় থাকলেও ফুটপাতের গণকরা বলছেন ভিন্ন কথা। উলেখ্য, আজকাল ঢাকার ফুটপাতে অনেক গণককে দেখা যায় যারা মানুষের ভাগ্য নির্ধারণ করে থাকেন। গুলিস্থানের চলতি পথে দেখতে পাওয়া যায় এমন অনেক গণক যারা টিয়ে পাখি দিয়ে ভাগ্য নির্ণয় করে থাকে। দুবাই থেকে দেশে ফিরে আর দুবাই ফিরে যেতে পারেননি চট্টগ্রামের তাপস, তাই ২০১৫ সাল তার কেমন যাবে এমন প্রশ্নের জবাবে গণক বলেন, ‘তার বর্তমান পরিস্থিতি কয়েকদিন খারাপ যাবে কিন্তু পরবর্তী দিন ভালো আসবে। এমনকি টাকাপয়সাও আসবে। তেমনি আর একজন গণক আতিকুর রহমান। যিনি পঁচিশ বছর ধরে ভাগ্য ও গতিপ্রকৃতি বলে থাকেন। তাকে নিজের কথা ছেড়ে দেশের কথা জিজ্ঞেস করলে প্রথমে তিনি বলতে চাননি তবে পরে তিনি সাহস করে বলেন, চন্দ্র সূর্যের গতিবিধি, গ্রহ-নক্ষত্রের গতিবিধি অনুযায়ী আগামী বছর ভালো যাবে কোনো, ঝামেলাও হবে না। দেশ স্বাভাবিক ভাবেই চলবে। ফুটপাতের এইসব গণকদের গণনা কতোটুকু সত্য তা বলা না গেলেও তাদের আশার বাণীতে দেশের মানুষ কিছুটা স্বস্থির আশ্বাস পেতে পারে। এমনই কামনা।


     এই বিভাগের আরো খবর