,

নবীগঞ্জে ইউএনওর বাসভবনে রাত ১টা পর্যন্ত বৈঠক : আ’লীগ সেক্রেটারী ও ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মহিলা বিষয়ক কর্মকর্তার জিডি প্রত্যাহারের সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী ও তার সহোদর ইউপি চেয়ারম্যান সাজু চৌধুরীর বিরুদ্ধে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা পারভীনের নবীগঞ্জ থানায় দায়ের করা সাধারন ডায়রী প্রত্যাহারের আবেদন করেছেন। গত শুক্রবার দিবাগত রাত ১১টায় উপজেলা নির্বাহী অফিসার তাজিনা সারোয়ার মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা পারভীনকে তার বাসায় ডেকে পাঠান। সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের এমপি মুনিম চৌধুরী বাবু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জীতেন্দ্র কুমার নাথ, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এস এম আতাউর রহমান, উপজেলা ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি মোঃ ইজাজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক মোঃ ইমদাদুর রহমান মুকুল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী। ইউএন’র বাসায় রাত ১টা পর্যন্ত আলাপ আলোচনার পর মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা পারভীনকে তার দায়েরকৃত জিডি প্রত্যাহারের আহবান জানানো হয়। এসময় সভায় এমপি মুনিম চৌধুরী বাবু ভবিষ্যতে মহিলা বিষয়ক কর্মকর্তার উপর কোন ধরণের ভয়ভীতি ও হুমকি প্রর্দশন করা হলে তার দায়ভার তিনি নেবেন বলে আশ্বাস প্রদান করেন। এ ঘটনায় নবীগঞ্জের সর্বত্র তোলপাড় চলছে। এ ব্যাপারে এমপি মুনিম চৌধুরী বাবুকে মোবাইল ফোনে বেশ কয়েকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ারের সাথে যোগাযোগ করলে তিনি জানান, এমপি মুনিম চৌধুরী বাবুর প্রচেষ্টায় বিষয়টির মীমাংসা হয়েছে। নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এস এম আতাউর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনাস্থলে উপস্থিত থাকার কথা স্বীকার করে বলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা পারভীন তার দায়ের করা জিডি প্রত্যাহারের আবেদন করেছেন। এ ব্যাপারে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান উপজেলা ইউপি চেয়ারম্যানগণের ৪৮ ঘন্টা আল্টিমেটামের প্রেক্ষিতে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহার দায়েরকৃত জিডি প্রত্যাহার করে নেন।


     এই বিভাগের আরো খবর