,

নবীগঞ্জের ভূমিহীন বাজারে মামলার স্বাক্ষী হওয়ায় এক ব্যক্তিকে প্রাণনাশের হুমকি ॥ থানায় জিডি

সংবাদদাতা ॥ নবীগঞ্জে মামলার স্বাক্ষী হওয়ায় আব্দুল মতলিব নামের এক ব্যক্তিকে প্রাণনাশের হুমকি দিয়েছে দুস্কৃতিকারীরা। এব্যাপারে নিরীহ আব্দুল মতলিব বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি জিডি দায়ের করেছেন। জিডির বিবরণে জানা যায়, নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের মাইজগাঁও গ্রামের ভূমিহীন বাজারে ভূমি নিয়ে সৈয়দ সোহাগ আলী ও আব্দুল গনির মধ্যে বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে দু’পক্ষের মধ্যে মামলা মোকদ্দমাও চলে আসছে। আব্দুল মতলিব সৈয়দ সোহাগ আলীর মামলার প্রত্যক্ষদর্শী স্বাক্ষী হওয়ায় সন্ত্রাসী আব্দুল গনি, ছায়েদ মিয়া, তাহের মিয়া, ফরিদ মিয়া গংরা তার উপর ক্ষিপ্ত হয়ে উঠে। গত ০৪/০৬/২০১৭ইং তারিখে আসরের নামাজ পড়ার জন্য আব্দুল মতলিব মাইজগাঁও মসজিদে যাওয়ার পথে আব্দুল গনি ও তার লোকজন আব্দুল মতলিবের উপর হামলা চালায়। এসময় তার শোর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে দুস্কৃতিকারীরা তাকে প্রাণে হত্যার হুমকি দিয়ে চলে যায়। এমতাবস্থায় চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন নিরীহ আব্দুল মতলিব ও তার পরিবারের লোকজন। আব্দুল মতলিব তার জিডিতে আরো উল্লেখ করেন, আব্দুল গনি গংরা এলাকায় চিহ্নিত লাটিয়াল ও সন্ত্রাসী প্রকৃতির লোক। তাদের অত্যাচারে গ্রামবাসী অতিষ্ট।


     এই বিভাগের আরো খবর