,

চুনারুঘাটে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত ৩

চুনারুঘাট সংবাদদাতা ॥ চুনারুঘাট উপজেলার ৯নং রানীগাঁও ইউনিয়নের চাটপাড়া গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় হাজী আঃ গণির পুত্র শেখ মোঃ মামুনূর রশিদ (৪০), শেখ মোঃ হারুন অর রশিদ (৩৮), মৃত মকছুদ মিয়ার পুত্র মোঃ ছাদেকুর রহমান (৩৫) সহ এক পরিবারের ৩ জন গুরুতর আহত আশংকাজনক অবস্থায় চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত শেখ মোঃ মামুনূর রশিদ জানান, দীর্ঘদিন যাবৎ একই গ্রামের মৃত আঃ রহমানের পুত্র শেখ বাহার উদ্দিন, মোস্তাহীদ, মোশাহিদ গংদের সাথে আমাদের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। গত সোমবার সকালে কাহার উদ্দিনং গংরা ঐ জমিজমা নিয়ে এক পর্যায়ে কথা কাটাকাটির ঘটনা ঘটে। এরই জের ধরে জমি জমা নিয়ে কেন্দ্র করে ক্ষিপ্ত হয়ে কাহার উদ্দিন, মোস্তাহীদ মিয়া গং সহযোগীরা আমার উপর হামলা চালায়। আমাকে বাঁচাতে আমার ভাই শেখ মোঃ হারুন অর রশিদ, শেখ মোঃ ছাদেকুর রহমান এগিয়ে এলে তাদের উপরও হামলা চালিয়ে গুরুতর আহত করে। কাহার উদ্দিন গংদের ধারালো অস্ত্রসস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়। একই পরিবারের ৩ জন। এ ব্যাপারে ৩ জনকে আসামী করে মামলার প্রস্তুতি নিচ্ছেন বাদী হয়ে শেখ মোঃ হারুন অর রশিদ। বিষয়টি চুনারুঘাট থানার প্রশাসনের প্রতি সুবিচার পাওয়ার জন্য সুদৃষ্টি কামনা করছেন। উল্লেখ্য যে, দেউলগাঁও মৌজার জমির পরিমাণ ২ দাগে প্রায় ১০ শতক ৫০বছর যাবৎ ধরে শেখ মোঃ হারুন অর রশিদ ভোগ করে আসছেন।


     এই বিভাগের আরো খবর