,

শাখা বরাক নদীর চর দখল করে বিক্রি করছে একটি ভূমিদস্যু চক্র

সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বাউসা গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ঐতিহ্যবাহী শাখা বরাক নদীর চর দখল করে প্লট আকারে বিক্রির করার অভিযোগ পাওয়া গেছে। দখলদাররা প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কথা বলতে ভয় পাচ্ছেন গ্রামের সাধারণ মানুষ। কালের আবর্তনে এক সময়ের প্রমত্তা এই নদীটি চিহ্নিত ভূমিদস্যুদের দখলের কারনে সরু খালে পরিণত হয়েছে। জানা যায়, বিগত দশ বারো বছর ধরে বাউসা বাজারের পাশ দিয়ে শাখা বরাক নদীতে জেগে উঠা চরের পশ্চিম পাড়ে একটি সংঘবদ্ধ ভূমিকেকো চক্র দখল ও মাটি ভরাট করে ঘর বানিয়ে দীর্ঘ দিন যাবৎ বিক্রি করে আসছে। এ ব্যাপারে নবীগঞ্জ বাজারস্থ রাজা কমপ্লেক্সের ব্যবসায়ী বাউসা গ্রামের বাসিন্দা মোঃ সাইফুর রহমান টিপু লিখিতভাবে জানান, বাউসা গ্রামের প্রভাবশালী আওয়ামীলীগের নেতা রওশন আলীর নেতৃত্বে শাখা বরাক নদীর চর দখল করে বিক্রি করে আসছে। ঐ চরে কোন অসহায় ও ভূমিহীন পরিবার নেই, রওশন আলীর কাছ থেকে যারা নদীর চরের প্লট খরিদ করেছেন তারা সকলই মধ্যবিত্ত পরিবার ও নবীগঞ্জ বাজারে ক্ষুদ্র ব্যবসা করে আসছেন। রওশন আলী গত তিন দিন পূর্বে পানিউম্দা ইউনিয়নের খাগউড়া গ্রামের জনৈক এক ব্যক্তির কাছে ৭২ হাজার টাকা দিয়ে একটি প্লট বিক্রি করেছে। নদীর পেছন দিয়ে আমার মামা লন্ডন প্রবাসী শাহ মাহমুদ মিয়ার মালিকানা জায়গা থাকায় সামন হিসেবে নদীর চর আমার মামা দাবি করে আসছেন। এনিয়ে গ্রামে কয়েকটি সালিশ বৈঠক হয়েছে। রওশন আলীর ছত্র-ছায়ায় চরের কয়েকটি পরিবার দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ করে আসছে। চরের পাশে বাউসা গ্রামের ঐতিহ্যবাহী পঞ্চায়েতের কবরস্থান হওয়ায় কবরস্থানের পবিত্রতা রক্ষায় তাদের অপকর্মের বিরুদ্ধে ফুঁসে উঠে বাউসা গ্রামবাসী। অসামাজিক কার্যকলাপের হোতাদের সনাক্ত করে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়। আমার মামার জায়গার সামন রক্ষা ও কবরস্থানের পবিত্রতা রক্ষা করতে এসব অবৈধ ভূমিদস্যুদের বিরুদ্ধে এবং তাদেরকে উচ্ছেদ করতে উর্দ্ধতন কর্তৃপক্ষ বরাবর আবেদন করব। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃক্ষের সুদৃষ্টি কামনা করছি।


     এই বিভাগের আরো খবর