,

চুনারুঘাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ৪

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলা পূর্বাঞ্চলের মিরাশী ইউনিয়নের বরজুষ গ্রামের গরু দিয়ে ক্ষেতের ধান খাওয়াকে কেন্দ্র করে একই পরিবারে মহিলাসহ ৪ জনকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। পরে হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে প্রতিপক্ষের হামলায় আরও ২ জন আহত হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক চুনারুঘাট থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে পতিস্থিতি নিয়ন্ত্রনে এবং দুর্বৃত্তরা পুলিশ দেখে পালিয়ে যায়। গতকাল মঙ্গলবার বেলা ৩টায় উপজেলার বরজুষ গ্রামে এ ঘটনাটি ঘটে। পরে পুনরায় ৫টায় চুনারুঘাট হাসপাতালে সংঘর্ষ বাধে। স্থানীয় ও আহত সূত্রে জানা যায়, বরজুষ গ্রামের মৃত আঃ খালেক মিয়ার ছেলে আব্দুল মতিনের ক্ষেতের ধান গরু দিয়ে ব্যাপক ক্ষতি সাধন করে একই গ্রামের মৃত ছুরত আরীর ছেলে শাহজাহান মিয়া। গরু দিয়ে ক্ষেতের ধান খাওয়ার কথা নিয়ে আব্দুল মতিন শাহজাহান মিয়াকে জিজ্ঞেস করা নিয়ে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে দু’পক্ষের মাঝে সংঘর্ষ সৃষ্টি হয়। এতে ধান ক্ষেতের মালিক বরজুষ গ্রামের মৃত আঃ খালেকের ছেলে আব্দুল মতিন (৪০) ও তার স্ত্রী আছিয়া খাতুন (৩০) তার ছোট বোন আমিনা খাতুন (২৮) এবং ভাই আব্দুল কাদিরকে দেশীয় অস্ত্র দিয়ে একই গ্রামের মৃত ছুরত আলীর ছেলে শাহজাহান মিয়া, আবুল কালাম, নুরুল হক মিয়ার ছেলে উস্তার মিয়া হামলা চালিয়ে গুরতর আহত করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চুনারুঘাট হাসপাতালে নিয়ে চিকিৎসার জন্য নিয়ে আসেন। ইফতারে আগে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পূনরায় প্রতিপক্ষরা হামলা চালায়। এতে আরও দু’জন আহত হয়। পরে চুনারুঘাট হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক চুনারুঘাট থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করে। পুলিশের উপস্থিতি পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে আহতদের চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করা হয়।


     এই বিভাগের আরো খবর