,

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের প্রধান ফটকের সামনে ময়লা আর্বজনার স্তুপ ॥ দুর্গন্ধে জনজীবন অতিষ্ঠ

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের প্রধান ফটকের সামনে ময়লা আর্বজনা স্তপ করে রাখায় জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। কর্তৃপক্ষ পরিষ্কারের ব্যবস্থা না করায় এলাকার পরিবেশ দূষিত হয়ে পড়েছে। এতে নানা রোগ জীবাণু ছড়ানোর আশঙ্কা করছেন এলাকাবাসী। দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে অনেককেই নাকে রুমাল দিয়ে হাসপাতাল এলাকায় যাতায়াত করছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, আশপাশের বাসাবাড়ি ও হাসপাতালের ময়লা আর্বজনা ওই স্থানের একটি ডাস্টবিনে ফেলা হয়। কিন্তু ডাস্টবিনটি দীর্ঘদিন ধরে পরিষ্কার না করায় তা ময়লা আর্বজনায় ভরপুর হয়ে উপচে পড়ছে। ফলে এখানে ময়লা আবর্জনার স্থপে পরিণত হয়ে জনজীবন অতিষ্ঠ করে তুলেছে। গতকাল বুধবার সরেজমিনে গিয়ে এর সত্যতা পাওয়া যায়। এ সময় পথচারী ও হাসপাতালে আসা মানুষদের নাকে রোমাল চেপে চলাচল করতে দেখা যায়।


     এই বিভাগের আরো খবর