,

ফেইসবুকে আপত্তিকর তথ্য প্রকাশ : চুনারুঘাটে তথ্য ও প্রযুক্তি আইনে যুবক গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ ফেইসবুকে আপত্তিকর তথ্য প্রকাশ করার অভিযোগে ইমন চৌধুরী নামে এক যুবককে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে চুনারুঘাট থানা পুলিশ। গ্রেফতারকৃত ইমন চৌধুরী চুনারুঘাট উপজেলাধীন ১নং গাজীপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের হামিদুর রহমানের পুত্র। জানাযায়, ইমন চৌধুরী তার ব্যবহৃত ফেইসবুক আইডিতে একই গ্রামের কানাডা প্রবাসী গিয়াস উদ্দিন চৌধুরী ও তার ভাতিজা ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রফি উদ্দিন চৌধুরীর নামে দীর্ঘদিন যাবত বিভিন্ন মিথ্যা ও আপত্তিকর তথ্য প্রকাশ করে আসছিল। সম্প্রতি অভিযুক্ত ইমন চৌধুরী ঊসড়হ ঈযড়ফিযঁৎু নামে তার ব্যবহৃত ফেইসবুক আইডিতে “সময়ের আলোচিত ব্যক্তি, গিয়াস উদ্দিন চৌধুরী ওরফে টাকার মেশিন নামে পরিচিত্র তিনি কানাডা প্রবাসী। উনার সম্পদে নাড়া দিলেই টাকা ঝড়ে। অনেকে নাড়া দিয়ে কোটিপতি হয়ে গেছেন। শান্তি শাস্তি শাস্তি—–কীভাবে হয়ে গেছেন সেটা পরের পর্বে আলোচনা করব” এবং চুনারুঘাটে জালিয়াতি করে কোটি টাকার জমি বিক্রি” শিরোনামে তথ্য প্রকাশ করা হলে গত ১২ জুন, ২০১৭ইং তারিখে রফি উদ্দিন চৌধুরী বাদী হয়ে বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, আমলী আদালত-২, হবিগঞ্জে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত এফ.আই.আর গণ্যে মামলা রুজু করে ৩ কার্য দিবসের মধ্যে আদালতকে অবহিত করার জন্য চুনারুঘাট থানাকে নির্দেশ প্রদান করেন। বিজ্ঞ আদালতের নির্দেশমতে অভিযুক্ত ইমন চৌধুরীর বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০০৬ (সংশোধনী ২০১৩) এর ৫৭(২) ধারায় অফিসার ইনচার্জ, চুনারুঘাট থানা এফ.আই.আর গণ্যে রুজু করে এস.আই ফারুককে মামলার তদন্ত ভার অর্পন করেন। গতকাল বুধবার এস.আই ফারুক সহ একদল পুলিশ অভিযান চালিয়ে আসামপাড়া বাজার থেকে অভিযুক্ত ইমন চৌধুরীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করলে বিজ্ঞ আদালত অভিযুক্তকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।


     এই বিভাগের আরো খবর