,

বাহুবলের রাজাপুর বাজার নিয়ে বিরোধের নিষ্পত্তি আজও হয়নি : দোকানপাট বাড়িঘর ভাংচুর অব্যাহত

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার ঐতিহ্যবাহী রাজাপুর বাজার নিয়ে সৃষ্ট বিরোধ আজও নিষ্পত্তি হয়নি। এর শেষ কোথায় তা কেউ বলতে পারছে না। সময় সুযোগমত দফায় দফায় বাজারের ব্যবসায়ীদের দোকান লুটপাট-ভাংচুর, বাড়িঘরের ক্ষতিসাধন, সংঘর্ষ, দূরদুরান্ত থেকে আগত ব্যবসায়ীদের ফিরিয়ে দেয়াসহ নানা হয়রানী ও অমানবিক কর্মকান্ড অব্যাহত রয়েছে। আবারো গত বৃহস্পতিবার রাতে পুলিশ ওই বাজার নিয়ে দায়েরী মামলার আসামী ধরতে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামীরা পালিয়ে যায়। ফলে পুলিশ ফিরে আসার পর পরই আসামী পক্ষের আব্দুল কাদির বাবুল ও নজরুলের নেতৃত্বে রাজাপুর বাজারে শাহজাহানের দোকানঘরে ভাংচুর ও লুটপাটের তান্ডব চালায়। খবর পেয়ে শাহাজাহান ও তার পার্শ্ববর্তী লোকজন এগিয়ে আসলে বাবুল তার বাহিনী নিয়ে তাদের সাথে মুখোমুখী অবস্থান নেয়। এসময়ে আব্দুল কাদির বাবুল ও তার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শাহাজাহানের লোকজনের উপর হামলা চালায়। এ অবস্থায় আত্মরক্ষার্থে নিরীহ শাহাজাহান ও তার লোকজন পিছু হঠে যায়। এ সুযোগে বাবুলের লোকজন বাজারের পাশে বসবাসরত ব্যবসায়ী সার মিয়ার বসতঘর ভাংচুরের তান্ডব চালায়। উল্লেখ্য আব্দুল কাদির বাবুল বাহুবল উপজেলার সরকার দলীয় দু’ক্ষুুদে নেতার দাপটে এসব কর্মকান্ডে চালাচ্ছে বলে ভূক্তভোগীগণ অভিযোগ করেন। এদিকে সাংবাদিকরা সরজমিনে ঘটনাস্থলে গেলে এ সংবাদ পত্রিকায় প্রকাশ না করার জন্য সাংবাদিকদের হুমকি দেয় আব্দুল কাদির বাবুল গংরা।


     এই বিভাগের আরো খবর