,

ফেসবুকে স্বামীর নিন্দা করায় স্ত্রীর জরিমানা!

সময় ডেস্ক ॥ ফেসবুকে সাবেক স্বামীর নিন্দা করায় এক নারীকে সাড়ে ১২ হাজার অস্ট্রেলীয় ডলার জরিমানা করা হয়েছে। সম্প্রতি এ ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার সিডনিতে। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে রবিন গ্রিউ নামে এক নারী তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘১৮ বছর পারিবারিক নির্যাতন ও দুর্ব্যবহারের শিকারের পর মাইরো দাব্রোস্কির কাছ থেকে বিচ্ছিন্ন।’ বিষয়টি নজরে আসার পর ওই নারীর সাবেক স্বামী স্কুল শিক্ষক দাব্রোস্কি মানহানি মামলা করেন। মামলার রায়ে পশ্চিম অস্ট্রেলিয়ার জেলা আদালত বলেন, নিরপেক্ষ প্রত্যক্ষদর্শীর উপস্থিতি ছাড়া পারিবারিক নির্যাতন ও দুর্ব্যবহার প্রায় বৈবাহিক জীবনে হয়ে থাকে। তবে একজনের অভিযোগের ভিত্তিতে আরেকজনের বিরুদ্ধে মানহানির অভিযোগ প্রমাণ করা সম্ভব ছিল। বিচারক বলেন, এ ক্ষেত্রে রবিন গ্রিউ কোনো বিশ্বাসযোগ্য সাক্ষী নন। তিনি তার মন্তব্যের সত্যতা আদালতে প্রমাণ করতে পারেননি। আদালত বলেন, এতে কোনো সন্দেহ নেই যে এই পোস্ট দাব্রোস্কির ব্যক্তিত্বের জন্য অবমাননাকর এবং তার সম্মানের ওপর আঘাত ও হানিকর। এর কারণে লোকজন তার দিকে দ্বিতীয়বার দৃষ্টি দেবে এবং তার সঙ্গে যোগাযোগের বিষয়ে তাদেরকে আরও রক্ষণশীল করবে। বিচারক আরও বলেন, মন্তব্যটি কম সংখ্যক ব্যবহারকারী পড়েছেন এবং ছয় সপ্তাহ পর তা সরিয়ে ফেলা হয়েছে বিবেচনায় নিয়ে আদালত গ্রিউকে সাড়ে ১২ হাজার ডলার জরিমানা করছে।


     এই বিভাগের আরো খবর