,

কুর্শি ইউনিয়নে পূজা উদযাপন পরিষদের পুর্নাঙ্গ কমিটি গঠন

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার ৬নং কুর্শি ইউনিয়নে ভুবিরবাক, হালিতলা, রতনপুর, সমরগাঁও ও ফুটারমাটিসহ ৫টি গ্রামের প্রায় ৪ শত লোকজনের উপস্থিতিতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের পুনাঙ্গঁ কমিঠি গঠন করা হয়। গতকাল বৃহ¯প্রতিবার দুপুরে কুর্শি ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে সুশীতল কুমার রায়ের সভাপতিত্বে ও বিদ্যা ভূষন দাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সতীশ দাশ, রাসু দাশ, গোপাল সূত্রধর ঝরণ, নিঞ্জন সূত্রধর, নান্টু আচার্য্য, সিতাংশু দাশ, শ্রীবাস পাল, অজিত সূত্রধরসহ এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। সভায় সর্বসম্মতিক্রমে ১১ সদস্য বিশিষ্ঠ উপদেষ্ঠা কমিটি ও ৭১ সদস্য বিশিষ্ঠ কার্যকরী কমিঠি গঠন করা হয়। উপদেষ্ঠা কমিটির নেতৃবৃন্দরনা হলেন- প্রধান উপদেষ্টা হলেন সুশীতল কুমার রায়। অন্যান্য সদস্যরা হলেন যথাক্রমে সতিশ চন্দ্র দাশ, নান্টু লাল আচার্য্য, সুধীর দাশ, শিবানন্দ দাশ (চকন), সুধাংশু সূত্রধর, মুক্তিযোদ্ধা গিরীন্দ্র লাল দাশ, মনোরঞ্জন সূত্রধর, গোপাল সূত্রধর (ঝরণ), হরিপদ রায় ও জগদিশ সূত্রধর। কার্যকরী কমিটির নেতৃবৃন্দরা হলেন- সভাপতি বিদ্যা ভূষন দাশ, সহ-সভাপতি যথাক্রমে তপন পুরকায়স্থ, সুরঞ্জন সূত্রধর, রাসু দাশ, পরিমল রায়, সাধারণ সম্পাদক শ্রীবাস পাল (বর্তমান ইউপি সদস্য), সহ-সাধারণ সম্পাদক পলাশ রতন দাশ, সাংগঠনিক সম্পাদক অজিত সূত্রধর, সহ-সাংগঠনিক সম্পাদক শীতাংসু দাশ ও গবিন্দ্র সূত্রধর, অর্থ সম্পাদক ভীষন দাশ, সহ-অর্থ সম্পাদক বিপুল দাশ, প্রচার সম্পাদক লিটন দাষ, সহ-প্রচার সম্পাদক রঞ্জিত রায়, সাংস্কৃতিক সম্পাদক মঙ্গল রায়, সহ-সাংস্কৃতিক সম্পাদক অরবিন্দু সূত্রধর ও চয়ন দাশ, দপ্তর সম্পাদক কীতেন সূত্রধর ও করুনা সূত্রধর। কার্যকরী কমিটির সদস্যবৃন্দরা হলেন- নিকলেশ রায়, রাজীব রায়, বিজন দাশ, সুমন দাশ, অধীর বৈদ্য, অসীম দাশ, সবুজ পাল, পংকজ পাল, অজিদ পাল, সুজিদ দাশ, বিদুৎ রায়, নকুল ঘোষ, সুব্রত দাশ, নিকলেশ দাশ, ভীষন সূত্রধর, অজিদ পাল, নয়ন দেবনাথ, বাদল দাশ, প্রান্ত দাশ, গবিন্দ্র দাশ, কানন পাল, কৃষ্ণ দাশ, স্বপন দাশ, অজিদ দাশ, তাপস সূত্রধর, গোপাল সূত্রধর, ধীরু সূত্রধর, উত্তম দাশ, জয়েশ দাশ, মিহির সূত্রধর, অর্জুন সূত্রধর, রনি সূত্রধর, শ্রীবাস দাশ, জয় সূত্রধর, গোসাই সূত্রধর, জীবন সূত্রধর, সুমন্ত সূত্রধর, সুমন সূত্রধর, মিঠু সূত্রধর, জগৎজ্যোতি সূত্রধর, মিঠু দাশ, দিলু দাশ, রিপন সূত্রধর, মিঠুন সূত্রধর, সুরঞ্জন সূত্রধর, অসিত সূত্রধর, বিপ্লব সূত্রধর, ঝিনুক সূত্রধর, পিন্টু আচার্য্য, নিতেশ সূত্রধর, জয় দাশ, অনন্ত সূত্রধর, নেপাল সূত্রধর, নিঝুম বৈদ্য, অধীর বৈদ্য, ধীরু বৈদ্য, স্বপন দাশ, বিজয় সূত্রধর।


     এই বিভাগের আরো খবর