,

নবীগঞ্জের দেবপাড়া বাঁশডর গ্রামের জনগুরুত্বপূর্ন সড়ক এখন মরণফাঁদ

আলী হাছান লিটন ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের দেবপাড়া বাঁশডর গ্রামের সড়কটি ছোট-বড় অসংখ্য গর্তে আর খানাখন্দে বেহাল দশায় পরিণত হয়েছে। খানাখন্দে ভরা সড়কটি অল্প বৃষ্টিতে কাদা আর ছোট বড় গর্ত হয়ে চলাচলকারীদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। দেবপাড়া বাঁশডর গ্রামের যাতায়াতের এই সড়কটি ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন ও নবীগঞ্জ আইনগাঁও সড়কের সাথে সংযুক্ত থাকায় জনবহুল এই রাস্তায় প্রতিদিন উপজেলার বিভিন্ন কলেজ, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা, শ্রমজীবি এবং ব্যবসায়ীসহ এলাকার কয়েক হাজার মানুষ যাতায়াত করেন। আইনগাঁও সড়ক হতে প্রায় ৩ কিলোমিটার এই রাস্তায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। সড়কটির বিভিন্ন স্থান যেন পরিণত হয়েছে পুকুরে। প্রতি বছর বর্ষার মৌসুমে সড়কটির এমন বেহাল দশা হলেও পর্যাপ্ত মেরামত হয়নি কখনো। ছোট-বড় গর্ত থাকার কারণে প্রায় প্রতিদিনই দুর্ঘটনার স্বীকার হচ্ছেন কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাসহ গ্রামের নাড়ী শিশুসহ বয়স্ক লোকজন। দেবপাড়া বাঁশডর গ্রামের অপর একটি সংযুক্ত সড়কের এরকম বেহাল অবস্থা থাকায় এই সড়ক দিয়েই যাতায়াত করেন গ্রামের দুই তৃতীয়াংশ মানুষ। খানাখন্দে এবং ছোট বড় গর্তে ভরা এই রাস্তায় দীর্ঘদিন যাবৎ সিএনজি অটোরিকসা চলাচল বন্ধ রয়েছে। এই রাস্তায় হেঠে চলা সম্ভব নয়, অজান্তে কোন রিকশা ও সিএনজি চালক আসলে রাস্তার গর্তে আটকে ভয়াবহ দুর্ঘটনার আশংকা বিদ্যমান। এলাকাবাসী বলেন, জনপ্রতিনিধিরা দীর্ঘ কয়েক বছর ধরে পর্যাপ্ত মেরামত না করায় সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। স্থানীয় এমপি মুনিম চৌধুরী বাবুর সাথে আমাদের গ্রামের মুরুব্বিয়ান যুবক সরাসরি সাক্ষাত করার পর তিনি রাস্তা মেরামত করার আশ্বাস দেন। কিন্ত আজ পর্যন্ত এমপি সাহেবের আশ্বাসের বাস্তবায়ন হয়নি। দেবপাড়া গ্রামের মাষ্টার আবুল কাশেম, নজমুল মিয়া, প্রবাসী সবুজ আহমেদ, আব্দুল মোছাব্বির জগলু ছুরুক মিয়া, আব্দুল হাদি ও মোহন মোহন বলেন, হবিগঞ্জ জেলা, নবীগঞ্জ সদর, কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, নবীগঞ্জ স্বাস্থ্যকমপ্লেক্সসহ বিভিন্ন প্রতিষ্ঠানে যাতায়াতের এটাই আমাদের প্রধান সড়ক। এই সড়ক দিয়ে প্রতিদিন দুই শতাদিক যানবাহন চলাচল ও আমাদের এলাকার কয়েক হাজার মানুষ যাতায়াত করেন। কিন্তু দীর্ঘদিন ধরে রাস্তাটি রক্ষণাবেক্ষণ না করায় এটি চলাচলে অযোগ্য হয়ে মরণফাঁদে পরিণত হয়েছে। ফলে উপজেলার বিভিন্ন কলেজ, মাধ্যমিক বিদ্যালয়ে পড়োয়া শিক্ষার্থীদের লেখা-পড়ায় মারত্বক ব্যাগাত ঘঠছে তাই আমাদের নিজ উদ্যোগে স্বেচ্ছাশ্রমে রাস্তার মেরামত করার উদ্যোগ নিয়েছি। গতকাল বুধবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, দেবপাড়া বাঁশডর গ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শতাদিক যুবক হাতে কোদাল নিয়ে মাটি কেটে স্বেচ্ছাশ্রমে নিজ উদ্যোগে রাস্তা মেরামত কাজ শুরু করেন। নবীগঞ্জ উপজেলার সামাজিক সংগঠন প্রত্যাশার সভাপতি এইচ এম মাসুদ বিন নুর বলেন, বৃষ্টির সময় কাদা আর রোদের সময় ধুলার মধ্যে দিয়ে চলাচল করতে হয় এই সড়কে, সামাজিক সংগঠনের একজন প্রতিনিধি এবং গ্রামের সন্তান হিসেবে ছাত্র-ছাত্রিরা নিরাপদে লেখাপড়ার সুবির্ধাতে আমরা সবাই কোদাল-কন্তি নিয়ে মেরামতের কাজ শুরু করেছি। পর্য়াক্রমে ৩ কিলোমিটার রাস্তাই আমরা স্বেচ্ছাশ্রমে মেরামত করার উদ্যোগ নিয়েছি। বেহাল রাস্তার দূরবস্থা নিরসনে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ কামনা করি।


     এই বিভাগের আরো খবর