,

লাখাইয়ে ইভটিজিংয়ের ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত ২৫

সংবাদদাতা ॥ লাখাই উপজেলার গুনিপুর গ্রামে ইভটিজিংয়ের ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। গতকাল রবিবার বিকালে এ সংঘর্ষ হয়। আহতরা জানায়, ওই গ্রামের রজব আলীর পুত্রের সাথে ইভটিজিংয়ের ঘটনা নিয়ে একই গ্রামের আব্দুল কাইয়ুমের পুত্রের বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে গতকাল ওই সময় উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উল্লেখিত সংখ্যক লোক আহত হয়। আহত অবস্থায় রজব আলী (৭০), স্বপন মিয়া (২২), মোবারক (৪০), কলি আক্তার (১১), সায়েরা বেগম (৫০), সৈকত আলী (১৭), রহমত আলী (৪৫), পারভীন আক্তার (৩০), কাসেম (৩৫), কাইয়ুম (৫০), বাবুল (২২) ও নবী হোসেন (৩৫) কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পর থেকে গ্রামে উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় আবারো সংঘর্ষের আশংকা করা হচ্ছে।


     এই বিভাগের আরো খবর