,

আব্দাবখাই ও মশাজান গ্রামবাসীর বিরোধ আবু জাহির এমপি’র মধ্যস্থতায় নিষ্পত্তি

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের আব্দাবখাই ও মশাজান গ্রামবাসীর মধ্যে রমজান মাসে ঘটে যাওয়া সংঘর্ষের ঘটনায় সৃষ্ট বিরোধ আবু জাহির এমপি’র মধ্যস্থতায় সামাজিকভাবে নিষ্পত্তি হয়েছে। গতকাল সোমবার বিকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সালিশ বৈঠকে সালিশানদের মতামতের ভিত্তিতে ও উপস্থিত নেতৃবৃন্দের সম্মতিক্রমে রায় প্রদান করেন আবু জাহির এমপি। এ সময় তিনি বলেন, কিছু মানুষ সমাজে বিশৃংখলা সৃষ্টির উদ্দেশ্যে এ দাঙ্গার জন্ম দেয়। ভবিষ্যতে এ ধরণের অপ্রীতিকর ঘটনা থেকে দূরে থাকতে স্থানীয় মুরুব্বীদের সচেতন থাকার আহবান জানান তিনি। সালিশ বৈঠকে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট আব্দুল আহাদ ফারুক, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আব্দুর রশিদ তালুকদার ইকবাল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মোতচ্ছিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আব্দুল মুকিদ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, ব্রাহ্মণডুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হোসাইন মোঃ আদিল জজ মিয়া, পইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাহেব আলী, লস্করপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমজাত আলী গোপায়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন, লস্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান হিরো, নিজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজউদ্দিন তাজ, সৈয়দ হুমায়ুন রেজা, সৈয়দ বশির আহম্মেদ বাচ্চু মিয়া, সহ বিভিন্ন স্থান থেকে আসা মুরুব্বিয়ান এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।


     এই বিভাগের আরো খবর