,

দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে নির্ভয়ে সাহসিকতার সাথে অভিযোগ দিন-গণশুনানি কে সামনে রেখে হবিগঞ্জে শিক্ষকদের নিয়ে দুদক ও দুপ্রক-এর মতবিনিময়

রফিকুল হাসান চৌধুরী তুহিন ॥ জনগণকে সেবা দেয়ার নামে অনিয়ম-দুর্নীতিতে জড়িয়ে পড়া সরকারি আধা-সরকারী ও শ্বায়ত্বশাসিত দপ্তর এর এক শ্রেণীর কর্মকর্তা-কর্মচারীদের শনাক্ত করন, সেবা বঞ্চিত জনগণের অভিযোগের প্রতিকার কল্পে আগামী ১২ জুলাই-২০১৭ ইং জেলা পরিষদ অডিটরিয়ামে গণ শুনানি করবে হবিগঞ্জ দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি হবিগঞ্জ। এই লক্ষ্য সফল করার জন্য চলতি সপ্তাহে শুরু হওয়া ধারাবাহিক প্রস্তুতি মূলক কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে প্রাইমারী-মাধ্যমিক ও কলেজ প্রধান-শিক্ষকদের নিয়ে এক মত বিনিময় সভার আয়োজন করে সংশ্লিষ্ট দুদক ও দুপ্রক। দুদক সংশ্লিষ্ট জেলা দুদক প্রতিরোধ কমিটির অন্যতম সদস্য সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সদর ইউএনও মোঃ এ টি এম আজহারুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন, দুদক সিলেট বিভাগীয় পরিচালক শিরীন পারভিন। বিশেষ অতিথি ছিলেন, সিলেট বিভাগীয় দ্দুক এর উপ-পরিচালক রেবা হালদার, হবিগঞ্জ জেলা দুদক সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক মোঃ খলিলুর রহমান খন্দকার, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক মোঃ আব্দুজ জাহের। সভায় উপস্থিত বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষকরা তাদের দীর্ঘদিনের পুঞ্জিভুত নানা হ্যরানির কথা উল্লেখ করতে গিয়ে আবেগাপ্লুত ভাষায় বলেন, আমাদের অন্তরে পাহাড় পর্বত সমপরিমাণ অনিয়ম-দুর্নীতি ও হ্য়রানির অভিযোগ আছে। তবে আমরা বলতে পারব না। যদি আমরা বলি তবে দুর্নীতি বাজ কর্মকর্তাদের টার্গেটে পরিণত হই। আমাদের সন্তানদের ভবিষ্যৎ হয়ে পড়ে অনিশ্চিত আর পুরে। পরিবারের উপর নেমে আসে কালো ছায়া। তাই আমরা সাহস পাচ্ছি না। তবে তাদের এহেন বক্তবে প্রধান অতিথি বিশেষ অতিথি গণ অত্যন্ত কড়া ভাষায় দুর্নীতিবাজ কর্তাদের প্রতি হুশিয়ারি উচ্চারন করে উপস্থিত শিক্ষকদের আশ্বস্থ করে বলেন, আপনাদের মাধ্যমে পাওয়া প্রাপ্ত অভিযোগের প্রেক্ষিতে কারো বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার পর হুমকি-ধমকি বা হয়রানিমূলক কিছু আসলে আমাদেরকে জানাবেন মনে রাখতে হবে, একজন তার চাকুরী হারাবার ভয়ে চেয়ারের ক্ষমতা দেখাবার সাহস পাবে না। মনে রাখবেন দুদক এখন আগের চেয়ে অনেক শক্তিশালী। যত বড় প্রভাবশালী ব্যক্তিই হউন না কেন-দুদক কাউকে ছাড় দেবে না। আপনারা নির্ভয়ে তথ্য সম্বলিত অভিযোগ দিতে পারেন আর আপনার সেবা পাওয়া নিশ্চিত করুন। দুর্নীতিবাজদের নির্মূল করে সুজলা-সুফলা আমাদের এই বাংলাদেশ গড়ে তুলুন। অনুষ্ঠানে বিপুল সংখ্যক স্কুল-কলেজ এর শিক্ষক অংশ নেন এবং আগামী ১২ জুলাই আহুত গণ শুনানিকে স্বাগত জানিয়ে অনুষ্ঠান সফল করার অঙ্গিকার করেন।


     এই বিভাগের আরো খবর