,

চিকুনগুনিয়া ভাইরাস আতংকে ভাসছে নবীগঞ্জ

শাহরিয়ার আহমেদ শাওন ॥ নবীগঞ্জ উপজেলার প্রত্যান্ত অঞ্চলে ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে নানাবিধি রোগের লক্ষন দেখা যায়। ঋতু ও আবহাওয়া পরির্বতনের কারণে জ্বর, ডাইরিয়া, আমেশা ইত্যাদি রোগের প্রকট বেড়ে যায়।তাই অনেক অসুস্থ রোগীরা উদ্ভাবিত চিকুনগুনিয়া ভাইরাস আতংকে রয়েছেন। চিকুনগুনিয়ার ভাইরাসের প্রথম উৎস হচ্ছে জ্বর। তাই স্বাভাবিক জ্বর হলেই অনেকে চিকুনগুনিয়া ভাইরাস মনে করে আতংকিত হয়ে যান।মূলত চিকুমগুনিয়া ডেঙ্গু জ্বরের মতো জীবাণু ছড়ায় এডিস মশা।দুই জ্বরের মধ্যেই লক্ষনীয় সামঞ্জস্য রয়েছে।চিকুনগুনিয়া ভাইরাসের মধ্যে লক্ষনীয় হিসাবে জানাযায়, জ্বর,শরীর ব্যথা,অনিদ্রা,চোখ জ্বালা করা,বমি বমি ভাব হওয়া ইত্যাদি। চিকিৎসকদের মতে ভাইরাসজনিত জ্বর ৪ থেকে ৫ দিনের মধ্যে সেরে যায়।এ বিষয়ে ডা. সাগর সাংবাদিককে জানান চিকুনগুনিয়া ভাইরাসে আতংকিত হওয়ার কিছু নেই ৪/৫ দিনের মধ্যেই এই জ্বর ভাল হয়ে যায়।তবে জ্বর সেরে যাওয়ার পরও কয়েকসাপ্তা শরীর ব্যথা থাকতে পারে।ঘরোয়া পরিবেশে চিকুনগুনিয়া ভাইরাস রোগে আক্রান্ত হলে বেশী বেশী বিশ্রাম নিতে হবে। এবং প্রচুর পানি ও অন্যন্য তরল খাবার খেতে দিতে হবে।


     এই বিভাগের আরো খবর