,

বাহুবলে আদালতের রায়ে জমি ফিরে পেলেও নিরাত্তাহীনতায় ভোগছে একটি নিরীহ পরিবার

জসিম উদ্দিন ॥ বাহুবল উপজেলা হামিদ নগর এলাকার রফিক উল্লাহ নিজের নামীয় রেকট ও নামজারিকৃত সম্পত্তির ভেরাজাল চিন্ন করে আদালতের রায়ে জমি ফিরে পেয়ে দখলে নিলেও আসামীদের হুমকি ধামকির কারণে চরম নিরাপত্তাহীনতায় ভোগছে তার পরিবার ও ভাতিজারা। জানাযায় সাতকাপন মৌজার এস এ ২৮২ খতিয়ানের ৭৭০,৭৭১ দাগের ৫০ শতক জমি অবৈধ দখলদারদের কবল থেকে ফিরে পেতে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এর আদালতে আবেদন করেন হরিতলা গ্রামের হাং সাং হামিদ নগর এলাকার বাসিন্দা রফিক উল্লাহ। আইনী লড়াই চালিয়ে অবশেষে আদালত রফিক উল্লাহর পক্ষে রায় দিলে রফিক উল্লাহ ও তার লোকজন জমিটি দখলে নিতে সক্ষম হন এবং সেখানেই বসবাস করতে থাকেন। এর কিছু দিন পর রফিক উল্লাহ মৃত্যুবরণ করেন। এর পর ওই ভূমি জাল দলিলের মাধ্যমে দখলে নিতে আসামী মৃত আব্দুল লতিফের পুত্র মাসুদুর রহমান, আব্দাল মিয়া ও মৃত ইয়াকুব উল্লাহর পুত্র ছুরত আলী, আহমদ আলী, ছিদ্দিক আলী গংলোকজন রফিক উল্লাহ পুত্র সাজিদ মিয়া ,ভাতিজা, মানিক মিয়া ও তার পরিবারের লোকজনকে উল্লেখিত আসামীরা ও তাদের ভাড়াটে লোকজন দ্বারা নানাভাবে হুমকি ধমকি দিয়ে যাচ্ছে। এমতাবস্থায় তারা চরম নিরাপত্তাহীনতায় দিন-রাত্রি কাটাচ্ছেন। এদিকে ওই জমিটি জাল দলিলের মাধ্যমে দখলে নিতে মরিয়া হয়ে উঠছে চক্রটি। নিজেদের নিরাপত্তার কথা চিন্তা করে রফিক উল্লাহর ভাতিজা মৃত মাতাবুল্লার পুত্র মানিক মিয়া ফৌজদারী কার্যবিধি ১০৭/১১৪/১১৭ (সি) ধারা মোতাবেক স¯প্রতি নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের প্রেক্ষিতে চলতি মাসের ২৫ তারিখ আদালতে হাজির হওয়ার কথা রয়েছে আসামীদের।


     এই বিভাগের আরো খবর