,

নবীগঞ্জ সাব রেজিষ্টার মসজিদ দখলের পায়তারা : যেকোন ত্যাগের বিনিময়ে ভূমি খেকোদের হাত থেকে মুসল্লীদের মসজিদ রক্ষার অঙ্গীকার

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ শহরের প্রায় ৫০ বছরের পুরনো সাব রেজিস্ট্রার জামে মসজিদের জায়গা দখলকে কেন্দ্র করে শহরে উত্তেজনা দেখা দিয়েছে। গতকাল সোমবার সন্ধায় নবীগঞ্জ-হবিগঞ্জ রোডস্থ শান্তিপাড়ায় সাবেক সাব রেজিস্ট্রার জামে মসজিদ প্রাঙ্গণে মসজিদ কমিটির আহবানে শহরের গন্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বসাধারণের উপস্থিতিতে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে মসজিদ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত জনসাধারণকে বিষয়টি অবহিত করে বলেন, নবীগঞ্জের একটি প্রভাবশালী মহল মসজিদের ভূমি এবং মসজিদ সংলগ্ন সাবরেজিস্ট্রার অফিসের পরিত্যাক্ত ভবনের ভূমি দখলের জন্য জোর প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছে। বিষয়টি মসজিদ কমিটির নেতৃবৃন্দ জানার পর এর প্রতিবাদ জানান। তবে ভূমিকেখোচক্র মসজিদের জায়গা দখলের পায়তারা চালিয়ে যাচ্ছে। মসজিদ কমিটির জ্যাষ্ট নেতা তার বক্তব্যে বলেন, প্রায় ৫০ বছর পূর্বে নবীগঞ্জ সাবরেজিস্ট্রার অফিসের দক্ষিণ পাশের ভূমিতে এই মসজিদ নির্মাণ করা হয় এবং উত্তর পার্শে রয়েছে মুসল্লিদের ব্যবহারের জন্য অজুখানা ও শৌচালয়। তখনও প্রতি শুক্রবার জুম’আ জামাতে প্রচুর মুসল্লিদের সমাগত হত। মসজিদের বাহিরের অংশে অর্থাৎ সাবরেজিস্ট্রার অফিসের পশ্চিম দিকে অবস্থিত বারান্দা ও সামনের খালি জায়গায় মুসল্লিরা নামাজ আদায় করতেন। বিগত ২০০৮ সালে সাবরেজিস্ট্রার অফিস স্থানান্তরিত হওয়ার পর পুরো জায়গাটি নিয়ে মসজিদের পরিধি বৃদ্ধি করার জন্য মসজিদ কমিটি নিয়মানুযায়ী চেষ্টা করেন। কিন্তু উল্লেখিত প্রভাবশালী মহল বিভিন্নভাবে বাধা বিঘœ চালিয়ে আসছে। এসময় উপস্থিত সহস্রাধিক মুসল্লিগণ বলেন, সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে হলেও ভূমি খেকো মহলের হাত থেকে মসজিদের ভূমি রক্ষা করা হবে। নবীগঞ্জ সাবরেজিষ্টার জামে মসজিদের মোতাওয়াল্লী মঈনু মিয়া চৌধুরীর সভাপতিত্বে ও চৌধুরী ফয়সল শোয়েব এর পরিচালনায় বক্তব্য রাখেন, নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আব্দুল মালিক, উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ গিয়াস উদ্দিন, পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ, আলহাজ্ব সাফি চৌধুরী, সফিক মিয়া তালুকদার, মোঃ ছালিক মিয়া, মুজিবুর রহমান সেফু, মাও: কাজী হাসান আলী, আওতাদ চৌধুরী, কাউন্সিলর জায়েদ চৌধুরী, নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সহ-সভাপতি মাও: শুয়েব আহমদ চৌধুরী, মাওঃ আব্দুল কাদির হোসাইনী, আজাদ চৌধুরী, আবু সাঈদ চৌধুরী, নুরুলগনি চৌধুরী সোহেল, ওহি দেওয়ান চৌধুরী, হাফিজ জুবায়ের আহমদ, জাকারিয়া আহমদ অপু চৌধুরী, সৈয়দ জাহির আলী, আহমদ ঠাকুর রানা, শাহ খালেদ, গোলাম কিবরিয়া চৌধুরী সাহেল, খুরশেদ আলম মফিজ প্রমুখ। উপস্থিত ছিলেন, শেখ আবুল হাসান, ফয়ছল তালুকদার, বাবলু আহমদ, মহিনুর রহমান ওহি, মাসুম আহমদ, রুবেল আহমদ, সুমন আহমদ, শামীম আহমদ, সৌরভ আহমদ, আজিজ আহমদ, সোহেল আহমদ, জাকির আহমদ, জিয়া উদ্দিন, কুরুস মিয়াসহ প্রায় শতাধিক লোকজন উপস্থিত ছিলেন। সভায় নবীগঞ্জ সাবরেজিষ্টার জামে মসজিদের জায়গা সংরক্ষন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদকে আহবায়ক করে ১১ সদস্য বিশিষ্ঠ একটি কমিটি গঠন করা হয়।


     এই বিভাগের আরো খবর