,

হবিগঞ্জের আধ্যাত্মিক সাধক দেওয়ান মামু’র দাফন সম্পন্ন

মোহাম্মদ আলী মমিন ॥ শতবর্ষী আধ্যাত্মিক সাধক দেওয়ান আক্তার হাসান সুপরিচিত দেওয়ান মামু’র জানাযার নামায শেষে দাফন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল আড়াই টায় হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাযার নামাযে ইমামতি করেন মরহুম দেওয়ান মামু’র ভাইপো হাফেজ দেওয়ান মোঃ সালমান। নামাযের পূর্বে মরহুমের আধ্যাত্মিক ও আমৃত্যু মানবসেবা কার্যক্রমের বিভিন্ন দিক উল্লেখ করে স্মৃতিচারণ করেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি মোঃ শহীদুল্লাহ খান, এআইজিপি মালিক খসরু, হবিগঞ্জ জেলা চেয়ারম্যান সমিতির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, ছেলে দেওয়ান আমির খসরু শাহজাহান, সর্দার আব্দুল মন্নান, শাহ হাসান আলী ফুল মিয়া, ইয়াদুল হোসেন লুদু, জিকে গফ্ফার প্রমূখ। জানাযার পূর্বে হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র ঈদগাহ ময়দানে মরহুমের কফিনে শ্রদ্ধা নিদেবন করেন। শেষে হাজারো ভক্ত আশেকান স্বজনদের কান্ন আহাজারী ও পবিত্র কোরআনের আয়াত পাঠস্থ অবস্থায় হবিগঞ্জ উত্তর বহুলা বাইপাস সড়কস্থ দেওয়ান বাড়ীর তাজমহলাকৃতি অট্টালিকার সু-প্রসস্থ আঙ্গিনায় পুষ্প পরিবেষ্টিত স্থানে দাফন করা হয়েছে। উল্লেখ্য, দেওয়ান মামু গত সোমবার ঢাকার গ্রীল লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১০৭ বছর বয়সে ইন্তেকাল করেন।


     এই বিভাগের আরো খবর