,

জনগণের সেবার মান নিশ্চিত ও দুর্নীতির শিকড় উৎপাঠনে জনগণের সেবার মান নিশ্চিত ও দুর্নীতির শিকড় উৎপাঠনে

রফিকুল হাসান চৌধুরী তুহিন ॥ ‘আর অনিয়ম-দুর্নীতি বা হয়রানী নয়, বরং সুনিশ্চিত করতে হবে জনগনের সেবা’ এমন লক্ষ্য নিয়ে জনগনের প্রত্যাশানুযায়ী আজ বুধবার অনুষ্ঠিত হচ্ছে হবিগঞ্জ জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক) ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর বহু আঙ্কাখিত গণশুনানী। হবিগঞ্জ জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংশ্লিষ্ট কেন্দ্রীয় কমিশনের নির্দেশে হবিগঞ্জ জেলা পরিষদ অডিটরিয়ামে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এই গণশুনানী চলবে। এতে উপস্থিত থাকবেন সংশ্লিষ্ট কমিশন ও দুপ্রক ঢাকা এবং সিলেট বিভাগীয় উর্ধ্বতন কর্মকর্তাগণ। সিলেট বিভাগীয় দুর্নীতি দমন কমিশনের ডাইরেক্টর শিরিন পারভীন ও জেলা দুদকের উপ-পরিচালক খোন্দকার খলিলুর রহমান জনকন্ঠকে বলেছেন, জনগনের পক্ষ থেকে প্রাপ্ত সকল অভিযোগগুলো যাচাই-বাছাই শেষে আজ এই গণশুনানীর দিন তা উত্থাপন সাপেক্ষে তাৎক্ষণিক প্রতিকারের ব্যবস্থা নেয়া হবে। তারা আরও জানান, গণশুনানীর দিন ঢাকা, সিলেট বিভাগীয় দুদক-দুপ্রক এর উর্ধ্বতন কর্মকর্তাগণ সহ সিলেট বিভাগীয় কমিশনার, অতিরিক্ত কমিশনার ও সিলেট র‌্যাঞ্জের ডিআইজি, বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাগণ সহ জেলার সকল দপ্তরের প্রধানগণ উপস্থিত হচ্ছেন। এইসব কর্মকর্তাগনের উপস্থিতিতে সেবা বঞ্চিত জনগনের অভিযোগ উত্থাপন এবং সংশ্লিষ্ট দপ্তর গুলোর অভিযুক্ত কর্মকতা-কর্মচারীদের সরাসরি জবাব চাওয়া হবে। এ ক্ষেত্রে জবাব সন্তোষজনক না হলে প্রযোজনীয় ব্যবস্থা গ্রহন শুধু নয় বরং সেবা বঞ্চিত ব্যক্তিটির সমস্যা সমাধান কল্পে সুনিদিষ্ট দিন-সময় দিয়ে প্রতিশ্র“তি দিতে হবে সংশ্লিষ্ট দপ্তর প্রধান বা অভিযুক্ত কর্মকর্তা-কর্মচারীকে। যা পরবর্তীতে দুদক ফলোআপ রাখবে। পরবর্তীতে সময়ে যদি কাউকে ভয়ভীতি বা ক্ষতিসাধনের অভিযোগ মেলে তা তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্ট অভিযুক্ত কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে দুদক ব্যবস্থা নেবে। ফলে অভিযোগ দিতে বা সেবা নিতে জনগনের কোন ভয় নেই। এদিকে এই গণশুনানীকে সামনে রেখে ইতিমধ্যে জেলা দুদক ও দুপ্রক এর পক্ষ থেকে প্রথম পর্যায়ে শুধু মাত্র হবিগঞ্জ পৌরসভা ও সদর উপজেলার আওতাধীন এলাকাসমূহ থেকে ভূক্তভোগীদের নিকট থেকে অভিযোগ চেয়ে পৌর শহর হবিগঞ্জ সহ সদর উপজেলাধীন ১০টি ইউনিয়ন থেকে বিরামহীন মাইকিং আর মসজিদ গুলোতে প্রতিনিয়ত লিফলেট বিতরণ করা হয়েছে। শুধু তাই নয়, সংশ্লিষ্ট সরকারী-আধা-সরকারী এবং স্বায়ত্বশাসিত দপ্তর গুলোতে সেবা বঞ্চিত এবং নানাভাবে হয়রানীর শিকার জনগনের পক্ষ থেকে শহরের এম, সাইফুর রহমান টাউন হল প্রাঙ্গনে নির্মিত সুবিশাল মঞ্চ থেকে যেমন সুনিদিষ্ট তথ্য সম্বলিত অভিযোগ নেয় দুদক-দুপ্রক, তেমনি শহরের রাজনগরস্থ দুদক কার্যালয়েও নেয়া হয় জনগনের অভিযোগ এবং সেই সাথে পুরো শহর ছেয়ে যায় দুর্নীতিকে ‘না’ বলুন সহ নানা শ্লোগানে ভরপুর ব্যানার-ফেস্টুন আর পোষ্টার। দুর্নীতির বিরুদ্ধে জনগণকে জাগ্রত করা আর ওইসব দপ্তরগুলো থেকে দুর্নীতি উৎপাঠন সহ সেবার মান নিশ্চিতকরনে কর্মকর্তা-কর্মচারীদের মাঝে দায়িত্ববোধ ফিরিয়ে আনার এ যেন এক অভূতপূর্ব প্রয়াস। তাছাড়া দুদক-দুপ্রক এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে সরকারী-কর্মকর্তা-কর্মচারী আর জেলা-উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে জনপ্রতিনিধি এবং সাংবাদিকদের সাথে বৈঠক। এদিকে ওই গণশুনানী সফল করতে হবিগঞ্জের প্রস্তুতিমূলক সকল কার্যক্রম সিলেট বিভাগীয় দুদক পরিচালক শিরিন পারভীন সরেজমিন উপস্থিত থেকে সার্বক্ষনিক মনিটরিং করেন। বলাবাহুল্য, সাধারন মানুষ সেবা নিতে গিয়ে সারা দেশের ন্যায় হবিগঞ্জ জেলার সরকারী-আধাসরকারী ও শায়িত্বশাসিত নানা দপ্তরেও একশ্রেনীর দুর্নীতিপরায়ন কর্মকর্তা-কর্মচারী কর্তৃক হয়রানীর শিকার হচ্ছেন। ফলে এইসব দুর্নীতিবাজ কর্মকর্তাদের শিকড় উৎপাঠন, হয়রানী বন্ধ সমস্যার সমাধান কল্পে জনগনের সেবা সুনিশ্চিত করতেই দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং তৎসংশ্লিষ্ট হবিগঞ্জ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) যৌথভাবে ওই অভূর্তপূর্ব প্রয়াসমূলক কার্যক্রম হাতে নিয়েছে। যা ইতিমধ্যে জনগনের কাছে যেমন ব্যাপক সাড়া জাগিয়েছে, তেমনি আগামী ১২ জুলাই সেবা বঞ্চিত জনগণকে কেমন সার্ভিস দুদক দিচ্ছে তার দিকে সাধারন মানুষ তাকিয়ে আছে উল্লেখ করে দুদককে আরও বেগবান হওয়া ও স্বাধীনভাবে কাজ করার আহবান জানানো হচ্ছে বলে অনেকেই মন্তব্য করছেন। এই কার্যক্রমের আওতার ১ম পর্যায়ে শুধু মাত্র হবিগঞ্জ পৌর শহর সহ সদর উপজেলার এলাকার ভূক্তভোগী জনগনের কাছ থেকে তথ্য নির্ভর অভিযোগ চাওয়া হয়েছে। পর্যায়ক্রমে জেলার সকল উপজেলা ও দপ্তর গুলো ওই কর্মসূচীর আওতায় আনার পরিকল্পনা রয়েছে দুদক-দুপ্রকের। উল্লেখ্য, অভিযোগ দাখিলের নামে কাউকে অযথা হয়রানী করা থেকে বিরত থাকতেও জেলা দুদক এর পক্ষ থেকে অনুরোধ জানানো হচ্ছে। এদিকে আজ বুধবার গণশুনানী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দুর্নীতি দমন কমিশন (তদন্ত) এর কমিশনার এ,এস,এম আমিনুল ইসলাম (মহামান্য সুপ্রীমকোর্ট আপিল বিভাগের বিচারপতি পদমর্যাদা সম্পন্ন) সহ সিলেট বিভাগীয় দুদক অফিসের ওই পরিচালক সহ এবং ঢাকা-সিলেট এবং হবিগঞ্জ জেলা দুদক ও দুপ্রকের কর্মকর্তা-প্রতিনিধিগণ। এদিকে ওই গণশুনানীকে সামনে রেখে গত সোমবার দুপুরে হবিগঞ্জের সকল সরকারী-আধাসরকারী ও সায়ত্বশাসিত দপ্তর প্রধানদের নিয়ে এক ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।


     এই বিভাগের আরো খবর