,

হামলা ও হত্যার হুমকির কারণে বাহুবলে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে সাংবাদিক জসিমের মামলা

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার সাংবাদিক জসিমের উপর হামলা ও হত্যার হুমকির কারণে বাহুবলে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে সাংবাদিক জসিম বাদি হয়ে হবিগঞ্জের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন। মামলার আসামীরা হচ্ছে ৩নং সাতকাপন ইউনিয়নের নারিকেলতলা গ্রামের সুরুজ মিয়ার পুত্র সিরাজ মিয়া ও সেকুল ইসলাম, মুককান্দি গ্রামের আব্দুল জলিলের পুত্র রুহেল মিয়া এবং সদর ইউনিয়নের বালিচাপড়া গ্রামের নুরুল ইসলাম নুর। মামলার বিবরণে জানাযায়, উল্লেখিত আসামীরা দীর্ঘদিন ধরে বাহুবল উপজেলার ধুলিয়াছড়া বালু মহাল থেকে অবৈধভাবে বালু উত্তোলোন করে আসছিল। গত ১১ জুলাই ১০১৭ইং তারিখে বাহুবল উপজেলার ধুলিয়াছড়া বালু মহাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিল উল্লেখিত আসামীরা। আর ওই বালু উত্তোলনের সচিত্র সংবাদ পরিবেশনের জন্য ডিবিসি টিভির হবিগঞ্জ প্রতিনিধি আব্দুল্লাহ আল-মামুন ও বিজয়ের প্রতিধ্বনি পত্রিকার সম্পাদক আনিসুজ্জামান চৌধুরী রতনসহ কয়েকজন সাংবাদিক ধুলিয়াছড়া বালু মহালে যান এবং সংবাদ সংগ্রহ করেন। আসামীদের ধারনা ওই সাংবাদিকদের ঘটনাস্থলে নিয়ে যেথে সাংবাদিক জসিম উদ্দিন সহযোগীতা করেছেন। ওই ঘটনার জের ধরে সাংবাদিক জসিম উদ্দিনকে নানাভাবে হুমকি ধামকি ও প্রাণে হত্যা করে লাশ গুম করে গহীন পাহাড়ের ভেতরে নিয়ে মাটিচাপা দিয়ে রাখবে এবং পরিবারের অন্যান্য সদস্যদের মিথ্যা মামলা মোকদ্দমা দিয়ে হয়রানি করবে। এ আসংখা থেকে সাংবাদিক জসিম উদ্দিন প্রাণের ভয়ে তার কিংবা তার পরিবারের কোন সদস্যের অস্বাভাবিক মৃত্যু ঘটে বা অঘটন ঘটে তবে এর জন্য সম্পূর্নভাবে উল্লেখিত আসামীগণ দায়ী থাকবে বলে মামলায় উল্লেখ করেন। ইহাই মৃত্যু পূর্বকালীন জবানবন্দী বলিয়া গন্য হবে। গত ১২ জুলাই বুধবার হবিগঞ্জ বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর আদালতে অভিযোগ দায়ের করা হলে বিজ্ঞ আদালত আসামীদের বিরুদ্ধে সমন জারি করেছেন।


     এই বিভাগের আরো খবর