,

বাহুবলে সাংবাদিক জসিমের উপর হামলা : দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবী নবীগঞ্জের সাংবাদিকদের

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলের সাংবাদিক জসিম উদ্দিনের উপর অবৈধ বালু উত্তোলনকারীদের হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন নবীগঞ্জের সাংবাদিক নেতৃবৃন্দ। এক বিবৃতিতে তারা বলেন, সাংবাদিক জসিমের উপর হামলা মত প্রকাশের স্বাধীনতার উপর হামলা। তারা বলেন, হামলাকারী অবৈধ বালু উত্তোলনকারীদের খুুটির জোর যতই শক্তিশালী হোক না কেন তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। অন্যাথায় নবীগঞ্জের সাংবাদিকরা বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে। বিবৃতিতে সাংবাদিক নেতৃবৃন্দ আরো বলেন, হামলাকারীরা সাংবাদিক জসিমকে প্রাণ নাশের হুমকি দিয়ে বেড়াচ্ছে। এতে তিনিসহ তার পরিবারের লোকজন চরম নিরাপত্তাহীণতায় ভুগছেন। তাদের জানমালের নিরাপত্তা বিধানের জন্য পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবি জানান নবীগঞ্জের সাংবাদিক নেতৃবৃন্দ। বিবৃতিদানকারী সাংবাদিক নেতৃবৃন্দ হলেন, সিনিয়র সাংবাদিক আব্দুল কাইয়ুম আজাদ, এস.আর চৌধুরী সেলিম, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আনোয়ার হোসেন মিঠু, বর্তমান সভাপতি তোফাজ্জল হোসেন, সিনিয়র সহ-সভাপতি সুবিনয় রায় বাপ্পি, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, সাংবাদিক কালীপদ ভট্রাচার্য্য, আবু তালেব, শাহ সুলতান আহমদ, শাহ মিজানুর রহমান, কিবরিয়া চৌধুরী, এড. ফরিদ শিকদার, আব্দুর রকিব হক্কানী, শাহ তজম্মুল আলী নীলু, রুমেল আহমদ, নাবিদ মিয়া, তৌহিদ চৌধুরী, এস.এম শাওন, সানিউর রহমান তালুকদার প্রমুখ।


     এই বিভাগের আরো খবর