,

œনবীগঞ্জের পাঞ্জারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শি¶িকার বির“দ্ধে অভিযোগের তদš— সম্পন

স্টাফ রিপোর্টার \ নবীগঞ্জ উপজেলার পাঞ্জারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শি¶িকা ¯^প্না দাশ সামšে—র বির“দ্ধে আনীত অভিযোগের তদš— গতকাল সম্পন্ন হয়েছে। বেলা ১২টা থেকে বিকাল ৩টা পর্যš— উপজেলা শি¶া অফিসে উক্ত তদš— অনুষ্ঠিত হয়। এতে প্রধান শি¶িকাসহ অভিযোগকারীগণ ও ¯^া¶ীরা উপস্থিত ছিলেন। স্কুল ফাঁকি দেওয়ার অভিযোগে অভিযুক্ত সহকারী শি¶ক জুলহাস মিয়া কোন ধরণের নোটিশ না পেয়ে কর্তৃপ¶ের অনুমতি ব্যতিরেকে পুনরায় স্কুল ফাঁকি দিয়ে তদš— অনুষ্ঠানস্থলে উপস্থিত হলে অভিযোগকারীদের মধ্যে তীব্র ¶োভের সঞ্চার হয়। এসময় তদš— কর্মকর্তা বলেন, লিখিত অভিযোগ পেলে জুলহাস মিয়ার বির“দ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। প্রধান শি¶িকা ¯^প্না দাশ সামšে—র বির“দ্ধে আনীত অভিযোগের তদš— প্রতিবেদন উর্ধবতন কর্তৃপ¶ বরাবরে ১ সপ্তাহের মধ্যে প্রেরণ করা হবে বলে জানা গেছে। উলে­খ্য, পাঞ্জারাই গ্রামের মোঃ রফিক আহমেদ বকুলসহ ১০ ব্যক্তি উপজেলা শি¶া অফিসার বরাবরে প্রধান শি¶িকা ¯^প্না দাশ সামšে—র বির“দ্ধে সরকারি বরাদ্দের টাকা আত্মসাত এবং বিভিন্ন দুনীতির অভিযোগ করেন। অভিযোগে তারা উলে­খ করেন প্রধান শি¶িকা ¯^প্না দাশ সামš— ২০১৬ – ২০১৭ অর্থ বছরের ¯ি­প এবং প্রাক-প্রাথমিক সরকারি বরাদ্দের টাকা দিয়ে কোন কাজ না করে তিনি সে টাকা আত্মসাত করেছেন। এছাড়াও তিনি বিদ্যালয় জাতীয় সংগীত পাঠ, জাতীয় দিবস উদযাপন, মা সমাবেশ ও অভিভাবক সমাবেশ না করে দায়িত্ব পালনে গাফিলতি করছেন। এছাড়াও বিদ্যালয় এলাকায় ক্যাচমেন্ট ম্যাপ না থাকা, বিদ্যালয়ের ঘন্টি ব্যবহার না করা, ছাত্র-ছাত্রীদের যত্রতত্র মল ত্যাগ করা, আš—ঃপ্রাথমিক বিদ্যালয়ের খেলা পরিচালনা না করে উক্ত বরাদ্দের টাকা অত্মসাত, প্রাথমিক সমাপনি পরী¶ার্থীদের কাছ থেকে প্রসংশাপত্র বাবদ ২ শত টাকা আদায়, প্রধান শি¶িকা নিয়মিত স্কুলে না আসা এবং নির্ধারিত সময়ের পূর্বেই স্কুল থেকে চলে যাওয়া, বিদ্যালয়ের সহকারী শি¶ক জুলহাস মিয়াকে প্রায়ই স্কুল চলাকালিন সময়ে গ্রামের আনাচে কানাচে ঘোরাঘুরি করতে দেখা যাওয়ার অভিযোগ আনা হয়েছে।


     এই বিভাগের আরো খবর