,

লাখাইয়ে মৎস্য সপ্তাহ ও ফলদ বৃ¶মেলার উদ্বোধনকালে -এমপি আবু জাহির মৎস্যজীবীরা সরকারি সহায়তার আওতায়

স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, সারা বিশে^ মাছ উৎপাদনে বাংলাদেশ চতুর্থ স্থানে রয়েছে। আর বাংলাদেশের উৎপাদিত মৎস্য সম্পদের সিংহভাগ সংগ্রহ হয় হবিগঞ্জ থেকে। গতকাল বুধবার দুপুরে লাখাই উপজেলা পরিষদ মিলনায়তে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৭ ও ফলদ বৃ¶ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আবু জাহির এমপি আরও বলেন, হবিগঞ্জ জেলায় যুবক-যুবতিদের ব্যাপক কমসংস্থানের ব্যবস্থা রয়েছে। সরকার হবিগঞ্জে যুব উন্নয়ন প্রশি¶ণ কেন্দ্রসহ নানা প্রশি¶ণের সুযোগ করে দিয়েছে। তাই লেখাপড়া করে বিদেশ যাওয়ার সিদ্ধাš— বা অন্যের চাকুরী না করে যুব উন্নয়ন প্রশি¶ণ কেন্দ্র থেকে প্রশি¶ণ গ্রহণ করে নিজে নিজে ¯^াবলম্বী হতে তাদের প্রতি আহবান জানান আবু জাহির এমপি। উপজেলা মৎস্য কৃষি বিভাগ ও মৎস্য অধিদপ্তরের যৌথ আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লাখাই উপজেলা পরিষদের চেয়ার‌্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ। উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল আজিজ ভূইয়ার সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি অফিসার আমিত ভট্টাচার্য্যরে পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লাখাই থানার ওসি (তদš—) দেওয়ান নূর“ল ইসলাম, বুল­া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মুক্তার হোসেন বেনু, মুড়িয়াউক ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম মলাই, সাবেক চেয়ারম্যান নুর“জ্জামান মোল­া, উপজেলা পল­ী বিদ্যুৎ সমিতির পরিচালক আব্দুল মতিন মাস্টার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ রেজা উদ্দিন আহমেদ দুলদুল, মৎস্যজীবী সমিতির সভাপতি মিমেরশ দাস, নাসারী মালিকদের পে রায়হান উিিদ্দন মেম্বার, মৎস্যজীবী এমএ নোমান তালুকদাদর প্রমুখ। অনুষ্ঠানে শুর“তেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা শফিকুল ইসলাম ও গীতা পাঠ করেন সাংবাদিক দেবাশীষ আচার্য্য।


     এই বিভাগের আরো খবর