,

বাহুবলে জাতীয় মৎস সপ্তাহ পালন ও মাছ অবমুক্তি করণ

বাহুবল প্রতিনিধি \ গতকাল বুধবার (১৯ জুলাই) জাতীয় মৎস সপ্তাহ পালন উপলক্ষে উপজেলা প্রশাষনের উদ্যেগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপল¶ে সকাল ১১ টায় একটি র‌্যালি বের করা হয় র‌্যালিটি উপজেলা পরিষদ চত্তরে সীমাবদ্ধ থাকে র‌্যালি শেষে উপজেলা সভাক¶ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউ এন ও মোঃ জসিম উদ্দিন এর সভাপতিত্বে ও উপজেলা সমবায় কর্মকর্তা মমতাজুর রহমানের পরিচালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়াম্যান মোঃ আব্দুল হাই। অন্যানে মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ কুঠি, মৎস কর্মকর্তা রেজাউল ইসলাম, যুব উন্নয়ন কর্তকর্তা হোসেন শাহ, উপজেলা কৃষক লীগের সভাপতি মখলিছুর রহমান, সাংবাদিক নূর“ল ইসলাম মনি, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুনাইদ আহমদ প্রমূখ। অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়। এদিকে গত মঙ্গলবার রাত্রের আধারে উপজেলা মৎস অফিসের অফিস সহকারী শরিফুল ইসলাম কর্তৃক স্থানীয় লামাতাসী ইউনিয়নের সিবিসি প্রকল্পের একটি পুকুরে ৮/১০ হাজার টাকা মূল্যের পোনা মাছ অবমুক্ত করা হয় এ নিয়ে এলাকায় নানা আলোচনা সমালোচনা চলছে। এক সা¶াৎকারে ওই অফিস সহকারী রাতে পোনা ফেলার তথ্যটি ¯^ীকার করেন। উপকার ভোগিদের দাবী ঐ প্রকল্পে ৬২ হাজার টাকা বরাদ্দ ছিল। এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল ইসলামের সাথে মোটোফোনে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান ঐ অবমুক্ত করা পোনা মাছে কোনো বরাদ্দ নেই এটা একটি প্রকল্পের পোনা মাছ প্রকল্পের বরাদ্দ কত তাও তিনি জানেন না উপজেলা পরিষদ পুকুরে ১৮ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে এরও কোনো বরাদ্দ নেই।


     এই বিভাগের আরো খবর