,

নবীগঞ্জে বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করলেন এমপি কেয়া চৌধুরী

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের গালিমপুর ও কসবায় মাটির রাস্তা নির্মাণে ২ লক্ষ টাকা করে ৪ লাখ টাকার অনুদান দিলেন এমপি কেয়া চৌধুরী। গতকাল শনিবার দিনব্যাপী দীঘলবাক ইউনিয়নের বন্যা দুর্গত এলাকা পরিদর্শনকালে পৃথক সভায় এমপি কেয়া চৌধুরী এ ঘোষণা প্রদান করেন। এছাড়া তিনি গালিমপুর ও মাধবপুরে দ্রুত বিদ্যুৎ সংযোগের জন্য আপ্রাণ চেষ্টা করার কথা বলেছেন। প্রথমে কসবা ইসলামীয়া দাখিল মাদ্রাসায় আয়োজিত সভায় যোগ দেন এমপি কেয়া চৌধুরী। পরে তিনি নৌকা যোগে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করে দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করেন। এ সময় আয়োজিত সভায় প্রধান অতিথি’র বক্তব্যে এমপি কেয়া চৌধুরী বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার সাহসের সাথে বন্যা মোকাবেলা করেছে। বন্যা দুর্গত এলাকার স্থানে স্থানে দ্রুত ত্রাণ পৌঁছে দিয়েছে। কেউ না খেয়ে ছিল না। আর থাকবেও না। তিনি বলেন, মাধবপুর ও গালিমপুর দুর্গম হাওর এলাকায় প্রায় ৬ মাস পানি থাকে। এসব সমস্যা দূর করতে সঠিক পরিকল্পনা করতে হবে। সঠিকস্থানে বাঁধ নির্মাণ করে বন্যার হাত থেকে এখানের লোকজনকে রক্ষা করতে আমি কাজ করব। তিনি বলেন, গালিমপুরে মাটি রাস্তা নির্মাণে ২ লক্ষ টাকার বরাদ্দ দিব। পর্যায়ক্রমে এখানের উন্নয়নে বরাদ্দ দেওয়ার চেষ্টা করব। পরিশেষে তিনি বলেন, দ্রুত বিদ্যুৎ সংযোগের ব্যাপারে কর্তৃপক্ষের সাথে বিষদভাবে কথা বলব। বিদ্যুৎ আসবে, চিস্তার কারণ নেই। এমপি কেয়া চৌধুরীকে পেয়ে হাওরবাসী আনন্দ উল্লাস প্রকাশ করেছেন। তারা এমপি কেয়া চৌধুরীকে সাদরে বরণ করেন। এ সময় উপজেলার আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এডভোকেট মজিবুর রহমান কাজল, ৪নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ এওলা মিয়া, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ সুজাত চৌধুরী, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি লাল মিয়া তালুকদার সহ আওয়ামী পরিবারের তৃণমূল নেতাকর্মী ও হাওর এলাকার শত শত লোকজন উপস্থিত ছিলেন।


     এই বিভাগের আরো খবর