,

হবিগঞ্জে হাতুড়ে ডাক্তারের অপচিকিৎসায় শিশুর মৃত্যু মৃত্যুর খবর শুনে হাতুড়ে ডাক্তারের পলায়ন

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ শহরতলীর জালালাবাদ গ্রামে হাতুড়ে ডাক্তারের অপচিকিৎসায় জানে আলম (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের আছকির মিয়ার পুত্র। গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে বাড়িতে সে মারা যায়। মৃত শিশুর পিতা আছকির মিয়া জানান, গত পহেলা জানুয়ারি ২য় শ্রেণীতে পড়ুয়া শিশুপুত্র জানে আলমের দাঁেত ব্যথা শুরু হলে নিজ গ্রামের হাতুড়ে ডাক্তার আব্দুর রউফ সাজনের নিকট নিয়ে যান। তিনি কিছু ঔষধ দিয়ে দাঁত ফেলে দিতে পরামর্শ দেন। তার কথা মত ওই ডাক্তারের মাধ্যমে দাঁত ফেলা হয়। এরপর থেকে ওই শিশু অসুস্থ হয়ে পড়ে। তার অবস্থার অবনতি হলে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হয়। পরে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে পরীক্ষা নিরীক্ষার পর তার মুখে ক্যান্সার ধরা পড়ে। পরে বাড়ি নিয়ে আসলে গতকাল বৃহস্পতিবার তার মৃত্যু হয়। এব্যাপারে তিনি আরো জানান, ওই ডাক্তারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিবেন। এদিকে শিশু জানে আলমের মৃত্যুর খবর পাওয়ার পর থেকে ওই ডাক্তারকে খোঁজে পাওয়া যাচ্ছে না। তিনি আত্মগোপন করেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।


     এই বিভাগের আরো খবর