,

বাহুবলে স্বর্ণরেখ গ্রামে ডেইরী ফার্ম উদ্বোধন করলেন -এমপি কেয়া চৌধুরী

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার মিরপুর স্বর্ণরেখ গ্রামে ‘মায়ের দোয়া ডেইরী ফার্ম’ উদ্বোধন করেছেন এমপি কেয়া চৌধুরী। এছাড়া তিনি এ গ্রামের রাস্তার উন্নয়নে এক লক্ষ টাকা বরাদ্দের আশ্বাস দেন। তার সাথে তিনি অসহায় নারীদের কর্মসংস্থান সৃষ্টি করে স্বাবলম্বী করতে নারী উন্নয়ন সমিতি গঠন করে দেওয়ার কথা বলেছেন। রবিবার দুপুরে গ্রামবাসীর আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি কেয়া চৌধুরী উপরোক্ত কথাগুলো বলেন। মুরুব্বী শেখ জাফর মিয়ার সভাপতিত্বে এ সভায় এমপি কেয়া চৌধুরী বলেন, গতকাল এ গ্রামের রাস্তার উন্নয়নে এক লক্ষ টাকা বরাদ্দের আশ্বাস প্রদান করেন। তিনি আরও বলেন, এ গ্রামের অসহায় নারীদের কল্যাণে কাজ করছি। এছাড়া গ্রামের মসজিদসহ অন্যান্য উন্নয়ন কাজেও পর্যায়ক্রমে বরাদ্দ দেওয়ার চেষ্টা করব। তিনি বলেন, বড় বড় কথা বলতে আসি নাই। উন্নয়ন করতে এসেছি। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের কাছ থেকে বরাদ্দ নিয়ে আসছি। নবীগঞ্জ-বাহুবলসহ আমার দায়িত্বপ্রাপ্ত এলাকার স্থানে স্থানে উন্নয়ন কাজের জন্য এসব বরাদ্দ প্রদান করছি। চলমান উন্নয়ন কাজের স্বার্থে আগামীতে আবারও নৌকায় ভোট দিতে তিনি সবার প্রতি আহবান জানিয়েছেন। এ সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আসকার আলী, পাঁচগ্রাম নেতা ফয়সল আহমেদ, প্রধান শিক্ষক মানিক মিয়া, শ্রমিক নেতা নুরুল আমির শাহজাহান, যুবলীগ নেতা সাহেব আলী তালুকদার প্রমুখ। এ সভায় গ্রামের নারী-পুরুষ ও আওয়ামী পরিবারের নেতাকর্মী অংশগ্রহণ করেন। সভা শেষে তিনি তৃণমূল লোকজনকে সাথে নিয়ে গ্রামের রাস্তাঘাট ঘুরে দেখেন। পরে এ গ্রামের শামীম আহমেদ ও রেজিয়া খাতুনের মালিকানাধীন ‘মায়ের দোয়া ডেইরী ফার্ম’ উদ্বোধন করেন এমপি কেয়া চৌধুরী। উদ্বোধনকালে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ইসহাক মিয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হোসেন শাহসহ তৃণমূলের লোকজন উপস্থিত ছিলেন। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে এমপি কেয়া চৌধুরী বলেন, রেজিয়া খাতুন সাহসী নারী। তার এ ফার্মের উৎপাদিত দুধ স্থানীয় লোকজন সূলভমূল্যে ক্রয় করে খেতে পারবে। তার ফার্মের উন্নয়নে আমি পাশে থাকব। তিনি বলেন, রেজিয়ার ন্যায় বাড়ি বাড়ি ডেইরী ফার্ম গড়ে তুলতে হবে। এজন্য আমি সবার পাশে আছি।


     এই বিভাগের আরো খবর